এসএসসি পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ
এসএসসি পরীক্ষার তিনদিন আগে থেকে সারাদেশের সব কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সেন্টারগুলোর কার্যক্রম পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
শিক্ষামন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (৮ জানুয়ারি) এই নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও এর সমমানের পরীক্ষা শুরু আগে শিক্ষামন্ত্রণালয়ের মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
Comments