ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের টিকেট কত টাকায়, কোথায় মিলবে

ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের জন্য টিকেটের মূল্য নির্ধারণ ও প্রাপ্তিস্থান ঘোষণা করেছে বিসিবি। এবারও টিকেট পাওয়া যাবে অনলাইনে ও খেলার দিন স্টেডিয়াম বুথে। 

অনলাইনে এবারও সহজ ডটকম থেকে টিকেট কিনতে পারবেন দর্শকরা। কেনা টিকেট সংগ্রহ করা যাবে তিন ভেন্যুর শহরের লোটো স্টোরে। 

যেখানে মিলবে টিকেট



ই-কমার্স সাইট সহজ ডটকম  থেকে কেনা যাবে টিকেট। অনলাইন থেকে কেনার পর ঢাকার ভেন্যুর টিকেট সংগ্রহ করা যাবে লোটোর মিরপুর, উত্তরা ও রামপুরা আউটলেট থেকে। চট্টগ্রাম ভেন্যুর টিকেট সংগ্রহ করতে হবে লোটোর আন্দরকিল্লা আউটলেট থেকে। সিলেট ভেন্যুর টিকেট সংগ্রহ করা যাবে নয়াসড়কের লোটো আউটলেট থেকে। 

খেলার দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ভেন্যুর বুথে পাওয়া যাবে টিকেট। 

টিকেটের মূল্য তালিকা

ত্রিদেশীয় সিরিজে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টিকেটের মূল্য:



বিসিবি আন্তর্জাতিক লাউঞ্জ : ২০০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড: ১০০০ টাকা

ভিআইপি স্ট্যান্ড: ৫০০ টাকা

শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড: ৩০০ টাকা

উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ১৫০ টাকা

পূর্ব স্ট্যান্ড: ১০০ টাকা



চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের টিকেটের দাম:



গ্রান্ড স্ট্যান্ড: ৫০০ টাকা

আন্তর্জাতিক গ্যালারি: ৩০০ টাকা

ক্লাব হাউজ: ২০০ টাকা

পশ্চিম গ্যালারি: ৮০ টাকা

পূর্ব গ্যালারি: ৫০ টাকা



মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের টিকেটের দাম:



বিসিবি আন্তর্জাতিক লাউঞ্জ : ১০০০ টাকা

গ্রান্ড স্ট্যান্ড : ৫০০ টাকা

ভিআইপি স্ট্যান্ড: ৩০০ টাকা

শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড: ২০০ টাকা

উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ৮০ টাকা

পূর্ব স্ট্যান্ড: ৫০ টাকা



মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টুয়েন্টি ম্যাচের টিকেটের দাম:



বিসিবি আন্তর্জাতিক স্ট্যান্ড: ২০০০ টাকা

গ্রান্ড স্ট্যান্ড : ১০০০ টাকা

ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড: ৫০০ টাকা

শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড: ৩০০ টাকা

উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ১৫০ টাকা

পূর্ব স্ট্যান্ড: ১০০ টাকা



সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচের টিকিটের মূল্য তালিকা:



গ্র্যান্ড স্ট্যান্ড- ১০০০ টাকা

ক্লাব হাউজ- ৩০০ টাকা

গ্রিন হিল এরিয়া- ১০০ টাকা

ওয়েস্টার্ন স্ট্যান্ড- ১৫০ টাকা

ইস্টার্ন স্ট্যান্ড- ১০০ টাকা

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

33m ago