শৈত্যপ্রবাহের তীব্রতা কমায় স্বস্তি
গত কয়েক দিনের তীব্র শৈত্যপ্রবাহের পর বাড়তে শুরু করেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলায় ঠান্ডার অনুভূতিও কমছে।
আবহাওয়া অফিস জানায়, ধীরে ধীরে শৈত্যপ্রবাহের তীব্রতা কমতে শুরু করেছে। সেই সাথে সারা দেশে ১-২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
প্রবল শীতের দাপটে গতকাল ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছিল তাপমাত্রা। সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকাল ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় পারদ যা ১৯৬৮ সালের পর সর্বনিম্ন। আজ মঙ্গলবার সকালে সেখানে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে। সকালে সেখানে ছিল ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানায়, দেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। মধ্য ও দক্ষিণাঞ্চলেও মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।
তবে পূর্বাভাস বলছে, এ মাসের শেষ দিকে আরও এক থেকে দুটি শৈত্যপ্রবাহ সইতে হবে দেশবাসীকে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
Comments