বিসিএলে ডাবল সেঞ্চুরির পথে মুমিনুল
দক্ষিণ আফ্রিকা সফরে রঙিন পোশাকের দলেও ছিলেন মুমিনুল হক। মাঠে নামতে পারেননি তবু না খেলেই বাদ পড়েন ত্রিদেশীয় সিরিজের দল থেকে। টেস্টে তার জায়গা অনেকটাই পাকা। তার আগে বিসিএলে নিজের ছন্দে থাকার খবর দিয়ে রাখলেন।
মঙ্গলবার বিসিএলের প্রথম রাউন্ডের শুরুর দিনেই ইসলামি ব্যাঙ্ক পূর্বাঞ্চলের হয়ে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ১৬৯ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন মুমিনুল। তার ব্যাটে ৫ উইকেটে ৩৪০ রান নিয়ে দিন শেষ করেছে পূর্বাঞ্চল। মুমিনুলের সঙ্গে তরুণ জাকির হাসান ব্যাট করছেন ৪৭ রান নিয়ে।
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পূর্বাঞ্চলের অধিনায়ক মুমিনুল। দুই ওপেনার লিটন দাস আর ইমতিয়াজ হোসেন শুরুটা ভালোই করেছিলেন। তাদের ৪৭ রানের জুটি ভাঙে লিটনের বিদায়ে। ইমতিয়াজও টেকেননি বেশিক্ষণ। ওয়ানডাউনে নামা মুমিনুল ইয়াসির আলি, মোহাম্মদ আশরাফুল ও অলক কাপালির সঙ্গে ছোট ছোট জুটি গড়ে দলকে এগিয়ে নেন একাই। ২২৭ রানে ৫ উইকেট পড়ার পর তার সঙ্গে রাজশাহী কিংসে একসঙ্গে খেলা জাকির হাসান। দুই বাঁহাতি পার করে দেন দিনের বাকিটা সময়।
সংক্ষিপ্ত স্কোর:
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৮৩ ওভারে ৩৪০/৫ (ইমতিয়াজ ৩৩, লিটন ২০, মুমিনুল ১৬৯*, ইয়াসির ৩৩, আশরাফুল ১৩, অলক ১৯, জাকির ৪৭*; কামরুল রাব্বি ০/৪৭, জিয়াউর ০/১০, রাজ্জাক ২/১০৮, সৌম্য ১/৩১, মেহেদি ০/৬৮, সাকলাইন ২/৬৪, আল আমিন ০/১০)।
Comments