শৈত্যপ্রবাহ থাকবে আরও ২ দিন
দেশের ওপর দিয়ে বয়ে চলা শৈত্যপ্রবাহ আরও দুদিন স্থায়ী হতে পারে। তবে এই মাসের মাঝামাঝি পর্যায়ে আবারও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পৌষের শেষে এসে রেকর্ড ভাঙা শীতের পর গত দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়লেও এখনো চলছে ঠান্ডার দাপট। দেশের উত্তর ও পশ্চিমের জেলাগুলোতে এখনও সর্বনিম্ন তাপমাত্রা ৫-৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলের শৈত্যপ্রবাহের তীব্রতা কিছুটা কমে তা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে পরিণত হয়েছে। এখন যশোর-কুষ্টিয়া অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ চলছে।
আবহাওয়াবিদ আরিফ হোসেন আজ সকালে দ্য ডেইলি স্টারকে জানান, আজ সর্বনিম্ন ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
তিনি জানান, আরও দুদিন শৈত্যপ্রবাহ থাকতে পারে। আর ১৬ জানুয়ারির পর দ্বিতীয় দফায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
পূর্বাভাসে জানানো হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, শ্রীমঙ্গল, সীতাকুণ্ড, কুমিল্লা ও ফেনির ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অপরিবর্তিত অবস্থায় থাকতে পারে।
অন্যদিকে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। গতরাতে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ রাতে তা ১২.১ ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি পেতে পারে।
Comments