তিনি নাকি বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার!

বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার ফাইক বোলকিয়া
ছবি: ইন্সটাগ্রাম

ফুটবল খেলে পয়সা কড়ি বানাননি। খুব একটা আহামরি পর্যায়ে খেলেনও না। তবু ফাইক বোলকিয়াহ নামের ১৯ বছরের তরুণ নাকি বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার। টাকার ঝনঝনানিতে মেসি-রোনালদোও নাকি তার পেছনে! ব্রিটিশ গণমাধ্যমের খবর অন্তত তাই।

ফাইক বোলকিয়াহ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটির অনূর্ধ্ব-২৩ একাডেমি দলে খেলেছেন। মিডফিল্ড পজিশনের এই ফুটবলার বলে টুকটাক পা লাগিয়েছেন আর্সেনাল আর চেলসির বয়সভিত্তিক দলেও। তাতে এত সম্পদ গড়ে উঠার কারণ নেই। আসলে ফাইক হচ্ছেন ধনকুবের বাবার সন্তান। পারিবারিকভাবেই তাদের অঢেল সম্পদ। সাধারণত এত ধনী পরিবারের কেউ মোটামুটি পর্যায়েও ফুটবল খেলতে আসেন না। তিনি এসেছেন, আর এতেই যুগিয়েছেন খবরের রসদ।

‘ফোবর্স’ এর জরিপে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের নাম ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ সুপারস্টারের সম্পদ ২৫ কোটি পাউন্ড। ঠিক পেছনেই ২৩ কোটি পাউন্ড নিয়ে আছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আর ফাইকের পরিবারের সম্পদের পরিমাণ মেসি-রোনালদোরা মুখ লুকাতেই চাইবেন। ২ হাজার কোটি ডলার! চোখ কপালে তোলার মতই।

ফাইক আসলে সুলতানি পরিবারের ছেলে। ব্রুনাইয়ের সুলতান হাসান বোলকিয়াহ তার চাচা। তার বাবা প্রিন্স জেফ্রি বোলকিহ দেশটির প্রভাবশালী ব্যক্তি।

ঘড়ি, কলম কিনতেই পকেট থেকে তাদের খসে যায় কোটি ডলার। তার বাবার আছে ২৩টি বিলাস বহুল গাড়ি। রোলস রয়েস, ফেরারি, বেন্টলি কি নেই তাদের গ্যারেজে! শখের বসে ঘরে পুষেন বাঘের বাচ্চা! 

এতকিছু থাকার পরও ফুটবল প্রেমে ফাইক হতে চেয়েছেন কেবলই ফুটবলার। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও শেকড়ের টানে খেলে ব্রুনাই জাতীয় দলে। কে জানে তার বাবা কবে আবার তাকে একট ক্লাবই না কিনে দেন! 

Comments

The Daily Star  | English

Suspected robbers attack police camp on the Meghna

Suspected robbers launched an assault on a newly established police camp in Munshiganj’s Gajaria upazila yesterday, sparking a gunfight between them and law enforcers yesterday.

2h ago