প্রথম শ্রেণিতে মুমিনুলের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি
আগের দিনই কাজটা সেরে রেখেছিলেন। প্রথম দিন শেষে ১৬৯ রান নিয়ে অপরাজিত থাকা মুমিনুল হক দ্বিতীয় দিনেও পা হড়কাননি। তুলে নিয়েছেন প্রথম শ্রেণীতে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি।
প্রথম শ্রেনীর ক্রিকেটে মুমিনুলের সর্বোচ্চ রান ছিল ২৩৯। এবার সেটিকেও টপকে গেকেন তিনি।ডাবল সেঞ্চুরিতে পৌঁছাতে মুমিনুল খেলেছেন ২৫৫ বল। মেরেছেন ১৯ চার আর দুই ছক্কা। পরে ৩৪৪ বলে আউট হওয়ার আগে করেছেন ২৫৮ রান, যাতে মেরেছেন আরও ৪টি চার ও এক ছক্কা। বিকেএসপিতে দক্ষিণাঞ্চলের বিপক্ষে মুমিনুলের ডাব্ল সেঞ্চুরিতে রানের পাহাড়ের গড়েছে পূর্বাঞ্চল। আগের দিন ৫ উইকেটে ৩৪০ রান নিয়ে খেলতে নেমে দুই বাঁহাতি মুমিনুল আর জাকির হাসানের ব্যাটের দাপটে খেটে মরেছে দক্ষিণের ছেলেরা।
আউট হওয়ার আগে ১১৯ রান করেন জাকির। সবকটি উইকেট হারিয়ে পূর্বাঞ্চলের বোর্ডে জমা হয় ৫৪৬ রান।
Comments