সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে ৩ ‘ডাকাত’ নিহত
সুন্দরবনে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে তিন জন নিহত হয়েছেন। র্যাবের ভাষ্য, নিহতরা সবাই ডাকাত। বাগেরহাট জেলায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জে আজ সকালে এই বন্দুকযুদ্ধ হয়।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কর্মকর্তারা। তবে তাদের দাবি, তারা সবাই কুখ্যাত ডাকাত দল সুমন বাহিনীর সদস্য।
র্যাব-৮ এর অপারেশন অফিসার মেজর সোহেল দ্য ডেইলি স্টারের বাগেরহাট প্রতিনিধিকে জানান, সকাল ৮টা ৪০ মিনিটের দিকে সুখপাড়া চর এলাকায় সুমন বাহিনী র্যাবের একটি দলকে লক্ষ্য করে গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও ৩৯ টি বুলেট উদ্ধার করা হয়েছে।
Comments