‘নায়ক’-এর বোন আসলেন এফডিসিতে
‘নায়ক’ ছবিতে বোনের চরিত্রে অভিনয় করছেন মৌসুমী। আজ (১১ জানুয়ারি) থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন বাপ্পী ও নবাগত অধরা খান। ছবিটির কাহিনি লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
মৌসুমী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই ‘নায়ক’ ছবির গল্প ও চরিত্র আমার কাছে খুব ভালো লেগেছে। এই পরিচালকের ছবি আমি আগেও করেছি। নতুন কিছু পাবেন দর্শকরা- এটি বলতে পারি।”
বেশকিছু দিন পর এফডিসিতে এলেন এমনটি উল্লেখ করে ‘কেয়ামত থেকে কেয়ামত’-খ্যাত অভিনেত্রী মৌসুমী বলেন, “এখানে আসলে নিজের কাছেই ভালো লাগে। অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়।”
মৌসুমী অভিনীত ‘আমি নেতা হব’, ‘পবিত্র ভালোবাসা’ ও ‘নোলক’ নামের তিনটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।
Comments