অবশেষে ঢাকায় এলো জিম্বাবুয়ে দল
কয়েকদফা পেছানোর পর কয়েকভাগে ভাগ হয়ে অবশেষে শুক্রবার রাতে ঢাকা এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজ খেলতে কোচ হিথ স্ট্রিকসহ একাংশ বিকেল ৫টায় ঢাকায় আসে, রাত ৮টা ও রাত ১১টায় বাকিরা পৌঁছান।
স্টার অনলাইন রিপোর্ট
শুক্রবার জানুয়ারি ১২, ২০১৮ ১১:২৮ অপরাহ্ন সর্বশেষ আপডেট: শুক্রবার জানুয়ারি ১২, ২০১৮ ১১:৪০ অপরাহ্ন
কয়েকদফা পেছানোর পর কয়েকভাগে ভাগ হয়ে অবশেষে শুক্রবার রাতে ঢাকা এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
ত্রিদেশীয় সিরিজ খেলতে কোচ হিথ স্ট্রিকসহ একাংশ বিকেল ৫টায় ঢাকায় আসে, রাত ৮টা ও রাত ১১টায় বাকিরা পৌঁছানা। ঢাকায় নামার পর দলটিকে নিরাপত্তা দিয়ে হোটেল সোনারগাঁয়ে নিয়ে যাওয়া হয়।
জিম্বাবুয়ের ঢাকা আসার কথা ছিল ১০ জানুয়ারি। সেটা প্রথমে একদিন পেছায়। ফ্লাইট বিপর্যয়ে পরে আরও একদিন পিছিয়ে গেলে বিসিবি একাদশের বিপক্ষে শনিবারের প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়।
টুর্নামেন্টের আরেক দল শ্রীলঙ্কার শনিবার সকালে ঢাকায় আসার কথা রয়েছে। ঢাকায় পৌঁছে ওইদিন লঙ্কানদের কোন অনুশীলন নেই। শনিবার বিকেলে মিরপুরের একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করবে গ্রায়েম ক্রেমারের জিম্বাবুয়ে। ১৫ জানুয়ারি আসরের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে।
Comments