উত্তরাঞ্চলের সহজ জয়, নিষ্প্রাণ ড্র বিকেএসপিতে

বিসিএলের দুই ম্যাচের ফল কি হতে যাচ্ছে আগের দিনই টের পাওয়া যাচ্ছিল। শেষ দিনে আহামরি কিছু হয়নি। সিলেটে মধ্যাঞ্চলকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে উত্তরাঞ্চল। বিকেএসপি অমিমাংসিতভাবে শেষ হয়েছে পূর্বাঞ্চল আর দক্ষিণাঞ্চলের খেলা।
Jahurul Islam Omi
ছবি: বিসিবি

বিসিএলের দুই ম্যাচের ফল কি হতে যাচ্ছে আগের দিনই টের পাওয়া যাচ্ছিল। শেষ দিনে আহামরি কিছু হয়নি। সিলেটে মধ্যাঞ্চলকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে উত্তরাঞ্চল। বিকেএসপি অমিমাংসিতভাবে শেষ হয়েছে পূর্বাঞ্চল আর দক্ষিণাঞ্চলের খেলা।

সিলেটে ৭ উইকেট ২৩৪ রান নিয়ে শুরু করেছিল মধ্যাঞ্চল। শেষ তিন উইকেট নিয়ে আরও ১০২ রান যোগ করে মোশাররফ হোসেনের দল। তবু উত্তরাঞ্চলের সামনে লক্ষ্যটা ৬৮ রানের বেশি হয়নি। 

ওই রান তাড়া করতে নেমে মিজানুর রহমানের উইকেট হারিয়েছে উত্তরাঞ্চল। নাজমুল হোসেন শান্ত আর জুনায়েদ সিদ্দিক আনায়াসে খেলা শেষ করে দেন। প্রথম ইনিংসে ১৫৮ রান করা জহুরুল ইসলাম অমি হয়েছেন ম্যাচ সেরা।

বিকেএসপিতে আগের দিনের ৩১৮ রান নিয়ে শেষ দিনে অলআউট হওয়ার আগে ৩৯৫ রান করে দক্ষিণাঞ্চল। দিনের খেলার তখন আর খুব একটা বাকি ছিল না। ফল বের হওয়া তো একেবারের অসম্ভব। দ্বিতীয় ইনিংসে নেমে ২৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৩ রান করে পূর্বাঞ্চল। ৪১ রানে ৩ উইকেট নিয়ে প্রথম শ্রেণিতে ৫০০ উইকেটের দ্বারপ্রান্তে চলে আসেন আব্দুর রাজ্জাক। প্রথম ইনিংসে ব্যর্থ লিটন দাস দ্বিতীয় ইনিংসে ৫১ রানে অপরাজিত থাকেন।

 

Comments