নতুন ছবিতে নাম লিখালেন লিওনার্দো ডিক্যাপ্রিও

Leonardo DiCaprio
লিওনার্দো ডিক্যাপ্রিও নাম লিখিয়েছেন পরিচালক কুয়েন্টিন তারানতিনোর নতুন চলচ্চিত্রে। ছবি: সংগৃহীত

‘দ্য রেভেন্যান্ট’-এ লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনয় করেছিলেন ২০১৫ সালে। ছবিটি তাঁর জন্য আশীর্বাদ হয়েছিলো। কেননা, এতে অভিনয়ের স্বীকৃতি হিসেবে তাঁর হাতে উঠেছিলো বহুল প্রতীক্ষিত অস্কার পুরস্কার।

এবার এই অভিনেতা নাম লেখালেন নতুন একটি চলচ্চিত্রে। এটি পরিচালনা করবেন অস্কারজয়ী পরিচালক কুয়েন্তিন তারানতিনো

তবে আমেরিকান অপরাধী ও কাল্ট লিডার চার্লস ম্যানসনের বিভিন্ন অপকর্ম নিয়ে তৈরি হতে যাওয়া এই ছবিটিতে ডিক্যাপ্রিও চার্লসের চরিত্রে অভিনয় করছেন না- বিষয়টি নিশ্চিত করেছে ভ্যারাইটি ও ডেডলাইনডটকম।

ছবিটির নাম ও গল্প না জানালেও পরিচালক তারানতিনো বলেন, এটি কোন জীবনীচিত্র হবে না। ১৯৬৯ সালের গ্রীষ্মে যে ঘটনাটি ঘটেছিলো তাই ছবিটিতে তুলে ধরা হবে।

উল্লেখ্য, সে সময় চার্লস ম্যানসনের অনুসারীরা দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিলো।

গেল শতাব্দীর অন্যতম কুখ্যাত অপরাধী চার্লস ৮৩ বছর বয়সে গত ১২ নভেম্বর মারা যান। তিনি অভিনেত্রী শ্যারন তাতেসহ নয়জনকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন।

Comments

The Daily Star  | English

‘Use firearms in self-defence’

After a police officer was attacked during a raid in the port city, Chattogram police chief Hasib Aziz told officers to be ready to use arms for self-defence.

4h ago