দুই বন্ধুর গান অনলাইনে

প্রকাশিত হলো দুই বন্ধুর গান ‘চলো না’। গত ১২ জানুয়ারি রাতে অনলাইনে হাবিব ওয়াহিদ ও ফুয়াদ আল মুক্তাদিরের মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়।

একদিনেই গানটির ইউটিউব ভিউ এক লাখের ঘর অতিক্রম করেছে।

আসিফ ইকবালের কথায় এবং হাবিব-ফুয়াদের সুর-কণ্ঠ আর সংগীতে গানটির মিউজিক ভিডিও করেছেন তানিম রহমান অংশু। এটি প্রযোজনা করেছে গানচিল।

কণ্ঠশিল্পী হাবিবের সঙ্গে মডেল হিসেবে রয়েছেন শার্লিনা। গানটির ভিডিওগ্রাফি হয়েছে শ্রীলঙ্কায়।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago