খেলা

‘সাব্বির সব সময় আগ্রাসী থাকবে’

ব্যাটিংয়ের সাহসী ধরণের কারণেই বাহবা কুড়িয়েছেন সাব্বির রহমান। আবার অতিরিক্ত সাহস দেখাতে গিয়েও পরিস্থিতি হয়েছে বুমেরাং। বেশকিছু দিন রান পাচ্ছেন না। তবু নিজের সহজাত খেলা বদলাবেন না এই ব্যাটসম্যান।
Sabbir Rahman
ছবি: ফিরোজ আহমেদ

ব্যাটিংয়ের সাহসী ধরণের কারণেই বাহবা কুড়িয়েছেন সাব্বির রহমান। আবার অতিরিক্ত সাহস দেখাতে গিয়েও পরিস্থিতি হয়েছে বুমেরাং। বেশকিছু দিন রান পাচ্ছেন না। তবু নিজের সহজাত খেলা বদলাবেন না এই ব্যাটসম্যান।

পরিস্থিতি যাইহোক ক্রিজে গিয়ে ইতিবাচক খেলার ধরণ নিয়ে ২০১৫ সালে সফল হয়েছিল। সাব্বির, সৌম্যদের ইতিবাচক অ্যাপ্রোচ বদলে দিয়েছিল দলের ভাষা। ব্যাটিংয়ের মতো শরীরী ভাষাতেও তার আছে আগ্রাসী মনোভাব। জানালেন এই ধরন পাল্টাচ্ছেন না তিনি, ‘অবশ্যই সাব্বির আগ্রাসী থাকবে। সব সময়।’

চণ্ডিকা হাথুরুসিংহে ওয়ানডেতে তাকে তিনে খেলিয়েছিলেন। কিন্তু উপরে নেমে বারবার ব্যর্থ হয়েছেন সাব্বির। ত্রিদেশীয় সিরিজে তিনে খেলবেন সাকিব আল হাসান। ক্যারিয়ার শুরুর দিকেই ছয় নম্বর জায়গায় ফেরত যাচ্ছেন সাব্বির। তবে পজিশন যাইহোক খেলবেন হাবভাব দেখে, আগে যখন তিন নম্বরে খেলতাম, তখন ব্যাপারটা অন্য রকম ছিলো। এখন ছয় সাত বা পাঁচ ছয়ে খেলবো। এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমি যখন যেখানে খেলার সুযোগ পাবো, চেষ্টা করবো পরিস্থিতি অনুযায়ী খেলার।’

রান খরা কাটাতে নিজের দুর্বলতা নিয়ে কাজ করছেন। তার বিশ্বাস বাড়তি পরিশ্রমে কাটিয়ে নেবেন ভুলত্রুটি, ‘স্পিন নিয়ে কাজ করেছি। কিছু ফ্রন্টফুট নিয়ে কাজ করেছি। নেটে একা এগুলো নিয়ে কাজ করেছি। যে দুর্বলতা ছিলো, তা রিকভার করার চেষ্টা করেছি।’

ওয়ানডে অভিষেকের সাড়ে তিন বছর হয়ে গেছে। খেলে ফেলেছেন ৪৬টি ম্যাচ। এখনো সেঞ্চুরির দেখা না পাওয়ার হতাশা আছে। তিন অঙ্কে যাওয়ার চেষ্টা থাকবে এই সিরিজেও, ‘আমি আসলে এটা নিয়েই হতাশ। চেষ্টা করছি সেঞ্চুরি করার জন্য।’

 

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

2h ago