থাকছেন ঐশ্বরিয়াই

বলিউডে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিলো কে হবেন ‘জেসমিন’-এর নায়িকা। এই তালিকায় দেখা গিয়েছিলো ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেত্রীদের নাম। চলচ্চিত্রটিতে ঐশ্বরিয়া রাই বচ্চনের স্থান হচ্ছে না- এমন খবরও প্রকাশিত হয়েছিলো গণমাধ্যমে।
Aishwarya Rai Bachchan
বলিউডের শীর্ষ অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন

বলিউডে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিলো কে হবেন ‘জেসমিন’-এর নায়িকা। এই তালিকায় দেখা গিয়েছিলো ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেত্রীদের নাম। চলচ্চিত্রটিতে ঐশ্বরিয়া রাই বচ্চনের স্থান হচ্ছে না- এমন খবরও প্রকাশিত হয়েছিলো গণমাধ্যমে।

শেষমেশ জানা গেলো, আর কেউ নন, থাকছেন ঐশ্বরিয়াই। বিষয়টি নিশ্চিত করেছেন ‘জেসমিন’-এর প্রযোজক প্রেরণা অরোরা। খবর, টাইমস অব ইন্ডিয়ার।

নিঃসন্তান দম্পতিদের জন্যে ভারতে ‘গর্ভ ভাড়া’ নেওয়ার প্রচলিত ব্যবসা যা দুনিয়াজুড়ে আলোচিত হচ্ছে এমন একটি গল্প নিয়ে সাজানো হয়েছে ‘জেসমিন’-এর চিত্রনাট্য।

বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, প্রেরণা অরোরা ছবিটির কাস্টিং প্রসঙ্গে বলেছেন, পরিণীতি চোপড়াকে কখনই ‘জেসমিন’-এর মূল চরিত্রের জন্যে ভাবা হয়নি। তাঁর জন্যে অন্য একটি প্রকল্প রয়েছে। যা হোক, এই চলচ্চিত্রের নায়িকা হিসেবে ঐশ্বরিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছে।

‘জেসমিন’-এ নাম ভূমিকায় অভিনয়ের জন্যে ঐশ্বরিয়ার সঙ্গে সৃজনশীল আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। জানা যায়, ‘এ দিল হ্যায় মুশকিল’-এর অভিনেত্রী সেই প্রস্তাবটি পছন্দ করেছেন।

উল্লেখ্য, পরিচালক অতুল মাঞ্জেরকারের নির্মিতব্য মিউজিক্যাল কমেডি ‘ফ্যানি খান’-এ অ্যাশের সঙ্গে কাজ করছেন প্রেরণা। তিনি এই সাবেক বিশ্ব সুন্দরীর প্রশংসায় পঞ্চমুখ।

Comments

The Daily Star  | English

Six killed in Cox’s Bazar landslides amid relentless rain

453mm of rain recorded in 24 hours as many areas of seaside town inundated

4h ago