সাকিবকে চায় দিল্লি
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের নিলামে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিতে চায় দিল্লি ডেয়ারডেভিলস। এমন খবর জানিয়েছে দলের এক মুখপাত্র।
বাংলাদেশের আটজনসহ সর্বমোট এক হাজার ১২২জন খেলোয়াড়কে নিয়ে বেঙ্গালুরুতে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে আইপিএলের একাদশ আসরের নিলাম। ওই নিলামের মাধ্যমে কোন কোন খেলোয়াড়দের নেওয়া হবে ইতোমধ্যে সেই নকশা কষে রেখেছে দলগুলো।
দিল্লি ডেয়ারডেভিলসের ইচ্ছের তালিকায় রয়েছেন বাংলাদেশের সাকিব। আগের সাত আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন তিনি। তবে আসন্ন আসরের জন্য সাকিবকে ছেড়ে দেওয়ায় তাঁকে দলে নিতে অনেক বেশি আগ্রহী দিল্লি। এমন আভাস পাওয়া গেছে দিল্লির ফ্র্যাঞ্চাইজ থেকে।
সাকিব ছাড়াও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীরকে দলে নিতে আগ্রহী দিল্লি।
আসন্ন আসরের জন্য দলের বেশির ভাগ খেলোয়াড়দের নিলামের জন্য ছেড়ে দিয়েছে আইপিএলের দলগুলো।
বাংলাদেশ থেকে আসন্ন আইপিএলের নিলামে নাম রয়েছে আটজন খেলোয়াড়ের। তাঁরা হলেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু।
Comments