দেশের বাইরে রোমান্স করছেন শাকিব-বুবলী!

অনলাইনে ছড়িয়ে পড়েছে শাকিব খান ও বুবলী অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির একটি স্থিরচিত্র।
Shakib Khan and Bubli
অভিনয়তারকা শাকিব খান ও বুবলী। ছবি: সংগৃহীত

অনলাইনে ছড়িয়ে পড়েছে শাকিব খান ও বুবলী অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির একটি স্থিরচিত্র।

এই স্থিরচিত্রটিতে দেখা যায়, বেগুনি রঙের পোশাকে রয়েছেন বুবলী আর তাঁর সঙ্গে মিল রেখে সাদা টি-শার্টে শাকিব। এছাড়াও, দেখা যায় বেগুনি রঙের একটি ওড়না বুবলীর নয়, জড়িয়ে রয়েছে শাকিবের গলায়।

অস্ট্রেলিয়ায় এই গানের দৃশ্যে দারুণ রোমান্স করতে দেখা যাচ্ছে দুজনকে। ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ।

কিছুদিন আগে ছবিটির আরেকটি গানের শুটিং করা হয় ব্যাংককে- দ্য ডেইলি স্টার অনলাইনকে এমনটিই জানিয়েছেন ছবির পরিচালক। গানটির কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। ছবিটি চলতি বছরেই মুক্তি পাবে বলেও জানান তিনি।

Comments