কারণটা বলতে চাইলেন না হাথুরুসিংহে
পদত্যাগ করার পর আনুষ্ঠানিকতা সারতে বাংলাদেশে এসেছিলেন চণ্ডিকা হাথুরুসিংহে। তবে সেবার মুখোমুখি হননি গণমাধ্যমের। এবার এলেন নতুন ভূমিকায়। শ্রীলঙ্কান দলের প্রধান কোচ হলেও তাকে উত্তর দিতে হলো টাইগারদের দায়িত্ব ছাড়া নিয়ে।
হাথুরুসিংহের পদত্যাগের খবর আসে দক্ষিণ আফ্রিকা সফরের পর। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পরে জানান, কোচ পদত্যাগপত্র পাঠিয়েছেন সিরিজ চলাকালীনই। কোন সিরিজের মাঝপথে দায়িত্ব ছেড়ে দেওয়া কতটা শোভন? রোববার লঙ্কানদের হয়ে সংবাদ সম্মেলনে এসে এমন প্রশ্ন গেল টাইগারদের সাবেক কোচের কাছে। তবে ‘পেশাদারিত্বের’ দোহাই দিয়ে এমন প্রশ্নের উত্তর নেই তার, ‘দুর্ভাগ্যজনকভাবে আমার পেশাদারী দায়িত্ব নিয়ে বা বিসিবির সঙ্গে কিভাবে ডিল করেছি, সেটির নিয়ে বিস্তারিত গভীরে যেতে চাই না। আগেও করিনি, এখনও করব না। এই প্রশ্নের উত্তর তাই দিতে পারছি না।’
কঠিন সিরিজের মাঝপথে প্রধান কোচ দায়িত্ব ছাড়লে যেকোন দলই অস্বস্তিতে পড়তে পারে। হাথুরুর মনে অবশ্য টাইগারদের দায়িত্ব ছাড়া নিয়ে কোন খুতখুতানি নেই, ‘আমি তা মনে করি না। নাহলে চলে যেতাম না।’
Comments