ফোরজি-র নিলামে বাধা কাটলো
দেশে ফোরজি (4G) সেবা চালু করার জন্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) সবুজ সংকেত পেলো সুপ্রিম কোর্ট থেকে।
আজ (১৪ জানুয়ারি) দায়িত্বরত প্রধান বিচারপতি মো আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ বিটিআরসি-র দেওয়া নিলাম বিজ্ঞপ্তির ওপর হাইকোর্টের দেওয়া আদেশে স্থগিতাদেশ চলমান থাকবে রায় দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী মাহসিব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, “আপিল বিভাগ আজ সাড়ে ১১টার দিকে সবার কথা শুনার পর এই আদেশ দেন।”
গত ১১ জানুয়ারি বাংলাদেশে টেলিযোগাযোগ শিল্পে ফোরজি-র তরঙ্গ নিলামের বিষয়ে হাই কোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। সেই স্থগিতাদেশ চলমান থাকবে বলে আজ যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছেন তা ফোরজি সেবাকে তরান্বিত করবে বলে আশা করা যায়।
আদালতে বিটিআরসির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সর্বোচ্চ আদালতের এই আদেশের ফলে দেশের মোবাইল ফোন অপারেটরগুলো ফোরজি-র লাইসেন্সের জন্যে আবেদন করতে পারবে। আবেদনের সময় আজ দুপুরে শেষ হলেও তা আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানা যায়।
Comments