আমার খুব বেশি আবেগ নেই: হাথুরুসিংহে
সাড়ে তিন বছর যে দলের দায়িত্বে ছিলেন সদ্য দায়িত্ব ছাড়ার পর এবার সে দলেরই প্রতিপক্ষ। পেশাদারী জগতে এমনটা খুবই স্বাভাবিক। তবে পেশার সঙ্গে অনেকের আবেগী সম্পর্কও তৈরি হয়ে যায়। চণ্ডিকা হাথুরুসিংহের সে ঝামেলা নেই। জানিয়ে দিয়েছেন তিনি আবেগ নির্ভর মানুষ নন।
টাইগারদের দায়িত্ব ছাড়ার পর এই প্রথম হাথুরুকে প্রশ্ন করার জন্য পেল বাংলাদেশের সংবাদ মাধ্যম। ঘুরেফিরে তাই ফেলে আসা সময়ের প্রসঙ্গই এল। হাথুরুই মনে করিয়ে দিলেন তার ধরণ, ‘এখানে যে সাড়ে তিন বছর ছিলাম, সেখান থেকে নিশ্চয়ই জানেন আমি আবেগী মানুষ নই। আবেগ তাই খুব বেশি নেই।’
আবেগ মাপা থাকলেও অনেকদিনের অভ্যাসে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে মুখে এসে গিয়েছিল ‘আমরা’। পরে তা দিয়েছেন শোধরে, ‘দেশের মাটিতে বাংলাদেশ খুব ভালো দল। গত আড়াই বছরে একটি ছাড়া আমরা আর সিরিজ হারিনি। ‘আমরা’ বলতে আমি বোঝাচ্ছি বাংলাদেশকে। ওরা ওয়ানডেতে খুব ভালো ক্রিকেট খেলছে।’
পুরনো শিষ্যদের জন্য শুভকামনা জানিয়েও নিজের কাজটা মনে করিয়ে দিলেন তিনি , ‘আমি এখনও চাই বাংলাদেশ ভালো করুক। ক্রিকেটারদের শুভকামনা জানাই। ওদের সঙ্গে অনেক ঘনিষ্ঠ ছিলাম, খুব ভালো জানাশোনা হয়ে গিয়েছিল। আমি চাই ওরা অনেক সাফল্য বয়ে আনুক। একই ভাবে চাই বাংলাদেশ আরও সফল হোক। একই সঙ্গে এখন আমার যা কাজ, আমি চাই শ্রীলঙ্কা ভালো করুক।’
Comments