ইমরুল 'এভেইলেবল না', সাকিব তিনে
অনুশীলনে বাঁহাতে ব্যথা পেয়েছিলেন রুবেল হোসেন, বুড়ো আঙুল ফেটে গিয়েছিল সাব্বির রহমানের, একই অবস্থা ইমরুল কায়েসেরও। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের আগে ইমরুল ছাড়া বাকি সবাই ফিট হয়ে উঠেছেন। টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ জানালেন, ইমরুল ছাড়া সবাই খেলার মতো অবস্থায়।
পদের নাম টেকনিক্যাল ডিরেক্টর হলেও খালেদ মাহমুদের কাজটা প্রধান কোচেরই। রোববার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে সংবাদ সম্মেলনে এসে দল নিয়ে দিলেন ধারণা, ‘ইমরুল ছাড়া কালকের ম্যাচের জন্য সবাই এভেইলেবল।’
ওয়ানডেতে অনেকদিন তিনে ব্যাট করেছেন সাব্বির রহমান। সাফল্য না পাওয়ায় তাকে এবার নামতে হচ্ছে নিচে। তিনে কে ব্যাট করবেন তাও জানিয়ে দিয়েছেন মাহমুদ, ‘এটা আমাদের একটা কনসার্ন ছিল। আমাদের তিন নম্বরে কেউ ফিট হচ্ছিল না, আমরা চাই যে ওখানে কেউ একজন নিয়মিত খেলুক। আমরা অনেক চিন্তা করে দেখেছি যে অভিজ্ঞ কাউকেই এখানে খেলা উচিৎ। আমরা সাকিবকে পছন্দ করেছি এখানে ব্যাট করার জন্য। আমি মনে করি সাকিব খুব আক্রমণাত্মক, সেই সাথে এমন পজিশনে চাই যে যার কিনা কন্ডিশনে নিজেকে চেঞ্জ করার সামর্থ্য আছে। আমরা ঠিক করেছি যে সাকিবকে পর্যাপ্ত সময় দিব তিন নম্বরে। ’
সাকিব তিনে হলে সাকিবের আগের জায়গা পাঁচে কে। প্রথমে লুকোতে চাইলেও তাও জানিয়ে দেন মাহমুদ, ‘পুরো টিমটাই তাহলে এভাবে বলে দেই! অবশ্যই নম্বর পাঁচে আমরা মাহমুদুল্লাহ রিয়াদকে চিন্তা করছি।’
দলের পরিকল্পনার অংশ হওয়ায় চাইলে একাদশও জানিয়ে দিতে পারেন মাহমুদ। তার মতে আগেভাগেই দল জানিয়ে দেওয়া মন্দ না। তবে আপাতত সে পথে হাঁটছেন না তিনি, ‘একটা সুবিধা হচ্ছে যে, আমাদের ১৬জন থেকে ১১ জন করতে হচ্ছে না, বরং ১৫ জন থেকে করতে হবে। কারণ ইমরুল ইনজুরড। আমি সব সময় বিশ্বাস করি যে, আগে দল বলে দেয়াটাই ভালো। তবে অনেক কিছুর কারণেই আগে বলতে পারি না। এতে পরিকল্পনাগত কিছু ব্যাপার থাকে। তবে খেলোয়াড়রা একদিন আগে জানলে, তাদের প্রস্তুতির জন্য সুবিধা হয়। ’
জানা গেছে জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হচ্ছেন অনেকদিন পর দলে ফেরা এনামুল হক বিজয়, তিনে খেলবেন সাকিব। চার-পাঁচে মুশফিক ও মাহমুদউল্লাহ। ছয়ে নামতে হবে সাব্বিরকে, সাতে নাসির। মাশরাফির সঙ্গে মোস্তাফিজ ও রুবেলের খেলা প্রায় নিশ্চিতই। বাকি একজন সানজামুল না সাইফুদ্দিন তা ঠিক হবে পরিস্থিতি বিবেচনায়।
Comments