হৃদয়ের সেঞ্চুরিতে কানাডাকে উড়িয়ে দিল যুবদল
গ্রুপের সহজ দুই প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের যুবাদের জয় অনুমিতই ছিল। কতটা দাপট দেখাতে পারে তা নিয়েই ছিল প্রশ্ন। শেষ পর্যন্ত নামিবিয়ার পর কানাডাকেও উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। তৌহিদ হৃদয়ের সেঞ্চুরিতে যুব বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে জুনিয়র টাইগাররা জিতেছে ৬৬ রানে।
লিঙ্কনে বাংলাদেশের করা ২৬৪ রানের জবাবে কানাডা থেমেছে ১৯৮ রানে।
টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল কানাডা। ওরা শুরুটাও পেয়েছিল দারুণ। মাত্র ২৯ রানে পিনাক ও সাইফের উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে মিডল অর্ডারে সেই চাপ সরিয়ে দেন নাঈম শেখ, তৌহিদ হৃদয় ও আফিফ হোসেন। নাঈম ৪৭ ও আফিফ ঠিক ৫০ রান করে আউট হলেও হৃদয় ছিলেন অবিচল।
দলের অন্যতম সেরা ব্যাটসম্যানের তকমা পাওয়া এই ডানহাতি থামেন সেঞ্চুরি করে। তার ১২৬ বলে ১২২ রানের ইনিংসে বাংলাদেশ পায় শক্ত ভিত।
২৬৫ রানের লক্ষ্যে নেমে কখনই ম্যাচে ছিল না কানাডা। কানাডার ইনিংসের মূল হন্তারক আফিফ হোসেন। তার ঘুর্ণিতে রীতিমতো খাবি খেয়েছে তারা। ১০ ওভার বল করে ৪৩ রানে ৫ উইকেট নেন আফিফ।
এই জয়ে পরের রাউন্ডে উঠার উঠার পথ অনেকটাই সহজ হয়ে গেল সাইফ হাসানের দলের।
Comments