তামিমের ব্যাটে আনায়াস জয় বাংলাদেশের
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
ছোট লক্ষ্যে নেমে চাপহীন ব্যাটিং। বলের মান বুঝে ব্যাট চালিয়ে তামিম ইকবাল পেয়েছেন ক্যারিয়ারের ৩৯তম অর্ধশতক। শুরুটা করেছিলেন দেখেশুনে। উইকেটে থিতু হতে এক-দুই রান করে এগিয়েছেন। নাগালে মারার বল পেলে পাঠিয়েছেন সীমানার বাইরে। পাঁচ বাউন্ডারিতে তামিম ফিফটিতে পৌঁছান ৬৮ বলে। বাংলাদেশকে জিতিয়ে অপরাজিত থাকেন ৮৪ রানে।
থিতু হয়ে আউট সাকিব
৩০ রানে প্রথম উইকেট পড়ার পর ক্রিজে এসেছিলেন সাকিব। তিন নম্বর পজিশনে তার নতুন শুরুটা মাঝারি মানের। শুরু থেকেই ফুরফুরে মেজাজে ব্যাট করেছেন। ব্লেসিং মুজারব্বানিকে টানা তিন চারে দেখিয়েছেন আগ্রাসন। তামিমের সঙ্গে ৭৮ রানের জুটিতে এগিয়ে যাচ্ছিলেন ফিফটির দিকে। রিভিউ নিয়ে তাকে ফিরিয়েছেন সিকান্দার রাজা। রাজার বলে আড়াআড়ি খেলতে গিয়ে লাইন মিস করেছিলেন। পায়ে লাগলে মাঠের আম্পায়ার সাড়া দেননি, রিভিউ নিয়ে সাকিবকে ফেরায় জিম্বাবুয়ে। ১০৮ রানের মাথায় বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট।
ঝড়ো শুরুর পর ফিরলেন এনামুল
প্রায় তিন বছর পর দলে ফিরে দারুণ শুরু পেলেন এনামুল হক বিজয়। মুখোমুখি প্রথম চার বলেই তিন বাউন্ডারি হাঁকিয়ে শুরু। বাউন্ডারি পেলেন তামিম ইকবালও। প্রথম দুই ওভার থেকেই তাই স্কোর বোর্ডে এল ২৩ রান। তবে ইনিংস বেশি টানতে পারলেন না এনামুল। সিকান্দার রাজার বলে হাঁকাতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরত যান এই ওপেনার। ফেরার ইনিংস শেষ হলো ১৪ বলে ১৯ রান করে।
বাংলাদেশের লক্ষ্য ১৭১
পুরো ইনিংসে ধুঁকতে ধুঁকতে শেষ পর্যন্ত ১৭০ রান করতে পারল জিম্বাবুয়ে। এক ওভার বাকি থাকতেই জিম্বাবুয়ের সবকটি উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। পুরো ম্যাচে দারুণ বল করা মোস্তাফিজুর রহমান নিজের শেষ বলে উড়িয়ে দেন ব্লেসিং মুজারব্বানির স্টাম্প। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিতে শুরু করতে বাংলাদেশকে ৫০ ওভারে করতে হবে ১৭১ রান।
টানা দুই বলে দুই উইকেট রুবেলের
জিম্বাবুয়ের শেষ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে তাগদ দেখাচ্ছিলেন পিটার মুর। ৩৩ রান করে দলকে নিয়ে যাচ্ছিলেন দুশো রানের কাছে। শেষ স্পেলে বল করতে এসে মুরকে ইয়র্কার দিয়ে বোল্ড করে দেন রুবেল। পরের বলেই আরেক ইয়র্কার, এবং আরেক উইকেট। এবার রুবেলের শিকার টেন্ডাই চাতারা।
ক্রেমারকে আউট করে সাকিবের তিন নম্বর
প্রথম ওভারে দুই উইকেট নেওয়ার পর মাঝের আট ওভারে আর উইকেট পাননি সাকিব আল হাসান। শেষ ওভারে জিম্বাবুয়াইন অধিনায়ক গ্রায়েম ক্রেমারকে ফিরিয়ে নিয়েছেন তিন নম্বর উইকেট। সাকিবের বলে এগিয়ে এসে পেটাতে গিয়েছিলেন ক্রেমার। লং অফে দাঁড়িনো রুবেল হোসেন লাফিয়ে পড়ে জমিয়েছেন দারুণ ক্যাচ।
রান আউট হয়ে ফিরলেন রাজা
কদিন আগেই বিপিএলে খেলে গেছেন সিকান্দার রাজা। মিরপুরের উইকেটের আচরণ প্রায় মুখস্ত তার। সে সুবিধা কাজে লাগিয়ে ধুঁকতে থাকা দলকে তিনিই দিচ্ছেলেন ভরসা। শেষ পর্যন্ত বাংলাদেশের বোলারদের সামলে কাটা পড়লেন দারুণ ফিল্ডিংয়ে। দুই চার আর দুই ছক্কায় ৯৯ বলে ৫২ করা রাজাকে নিখুঁত থ্রুতে রান আউট করে ফেরান সাকিব আল হাসান।
সানজামুলের উইকেট
দুই স্পিনার উইকেট থেকে পাচ্ছেন টার্ন। মোস্তাফিজের কাটারগুলো ধরছে ঠিকঠাক। মাপা বোলিংয়ে মাশরাফি চেপে রাখছেন ব্যাটসম্যানদের। সব মিলিয়ে বাংলাদেশের বোলিংয়ে বেশ বিপাকে জিম্বাবুয়ের ইনিংস। ৫১ রানে চার উইকেট হারানোর পর ছোটখাটো একটি জুটি গড়েই ফিরে গেছেন ম্যালকম ওলারও। দলের ৮১ রানের মাথায় সানজামুলের বলে স্পিলে ক্যাচ দিয়ে ফেরত যান তিনি। ধুঁকতে থাকা সফরকারীদের ইনিংসে একমাত্র অক্সিজেন জোগান দিচ্ছেন সিকান্দার রাজা।
টেইলরকে ভুগিয়ে আউট করলেন মোস্তাফিজ
৩০ রানে তিন উইকেট হারানো দলকে টেনার চেষ্টায় ছিলেন ব্র্যান্ডন টেইলর আর সিকান্দার রাজা। কিন্তু তাদের রানের চাকা বাড়ছিল না বাংলাদেশের আঁটসাঁটও বোলিংয়ে। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান অনেকদিন পর ছড়িয়ে দিয়েছিলেন কাটারের পশরা। তাতে বেজায় ফ্যাসাদে পড়েন টেইলর-রাজা। তার বলে ভুগতে ভুগতে শেষে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন ২৪ রান করা টেইলর।
মাসাকাদজাকে ফেরালেন মাশরাফি
দুই রানে দুই উইকেট হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়েকে ভরসা দিচ্ছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। ব্র্যান্ডন টেইলরের সঙ্গে জুটি গড়ে চেষ্টায় ছিলেন প্রতিরোধ গড়ার। তবে তাদের সে প্রতিরোধে বাধ সেধেছেন মাশরাফি। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে মাসাকাদজাকে তুলে নিয়েছেন টাইগার অধিনায়ক। মাশরাফির অফ স্টাম্পের অনেক বাইরের বল চালাতে গিয়ে মাসাকাদজা ক্যাচ দিয়েছেন মুশফিকের হাতে।
প্রথম ওভারেই সাকিবের জোড়া আঘাত
টস জিতে ফিল্ডিং নিয়ে বাংলাদেশ শুরু করল স্পিন দিয়ে। সাকিব আল হাসানের বাঁহাতি স্পিনে শুরুতেই বিপাকে জিম্বাবুয়ে। দুই রানে দুই উইকেট হারিয়েছে তারা
সাকিব আল হাসানের প্রথম বল এক রান নিয়ে হ্যামিল্টন মাসাকাদজা স্ট্রাইক দিয়েছিলেন সোলেমান মিরেকে। এই ডানহাতি সাকিনের টার্নের কাবু হয়ে স্টাম্পিং হয়ে ফেরত যান। ওয়ানডাউনে নামা ক্রেইগ আরভিন সহজ ক্যাচ তুলে দেন সাব্বিরের হাতে।
টস জিতে আগে ফিল্ডিং নিল বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন পরে দলে ফিরে একাদশেও জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়। একাদশে জায়গা হয়েছে সানজামুল ইসলামের।
বাংলাদেশ খেলছে তিন পেসার আর দুই স্পিনার নিয়ে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি মর্তুজা, সানজামুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সোলেমান মিরে, পিজে মোর, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ব্র্যান্ডন টেইলর, টেন্ডাই চাতারা, গ্রায়েম ক্রেমার, কাইল জার্ভিস, ম্যালকম ওলার, ব্লেসিং মোজারাব্বানি।
Comments