সালমান খান, শিল্পা শেঠীকে তলব

Salman Khan and Shilpa Shetty
বলিউডের শীর্ষ অভিনেতা সালমান খান ও শিল্পা শেঠী। ছবি: সংগৃহীত

বলিউডের শীর্ষ অভিনেতা সালমান খান এবং শিল্পা শেঠীকে তলব করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর বেরিয়েছে।

খবরে বলা হয়, পৃথক টেলিভিশন অনুষ্ঠানে বাল্মীকি সম্প্রদায়ের জন্যে অবমাননাকর ‘ভাঙ্গি’ শব্দটি ব্যবহার করায় রাজস্থানের চুরু জেলার ডেপুটি পুলিশ সুপার হুকুম সিং বলিউড তারকাদের তলব করেছেন।

এই ঘটনায় চলচ্চিত্র বিশ্লেষক কমল নেহতাকেও তলব করা হয়েছে।

গত মাসে মুম্বাইয়ে একই ঘটনায় সালমান ও শিল্পার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এছাড়াও, তফসিলি সম্প্রদায়ের জাতীয় কমিশন (এনসিসি)-র পক্ষ থেকে ভারতের তথ্য-সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে বিষয়টির ব্যাখ্যা চাওয়া হয়েছে। এই সম্প্রদায়ের অপর একটি সংগঠনের পক্ষ থেকে মুম্বাই এবং দিল্লির পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর একটি টেলিভিশন অনুষ্ঠানে সালমান তাঁর নতুন চলচ্চিত্র ‘টাইগার জিন্দা হ্যায়’-এর প্রচারণা করতে গিয়ে তফসিলি সম্প্রদায়ের কাছে অপমানসূচক শব্দটি ব্যবহার করেন। আর শিল্পা শেঠী বাড়িতে তাঁকে দেখতে কেমন দেখায় তা বলতে গিয়ে এই শব্দটি ব্যবহার করেন। এর ফলে, তফসিলি সম্প্রদায়ের মানুষদের তোপের মুখে পড়েন তারকাদ্বয়।

আরো পড়ুন:

সালমান খানের বাড়িতে বাড়তি পুলিশ

ক্ষমা চেয়ে শিল্পা শেঠীর টুইট

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

8h ago