‘তিনি অ্যাঞ্জেলিনা জোলির বন্ধু, প্রেমিক নন’
হলিউডের শীর্ষ অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে ২০১৬ সালে বিচ্ছেদের পর থেকেই একা রয়েছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তাই মাঝে মাঝেই গুঞ্জন উঠে এই তারকার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে।
জোলি নতুন সম্পর্কে জড়িয়েছেন কী না তা নিয়ে বেশ কিছুদিন থেকে সরগরম হলিউডপাড়া। সেসব জল্পনার মধ্যেও মুখ বন্ধ ‘অ্যা মাইটি হার্ট’-খ্যাত অভিনেত্রীর।
তবে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সম্প্রতি পিপল ম্যাগাজিন জানায়, “অ্যাঞ্জেলিনা জোলি কারো সঙ্গে ডেটিং করছেন না…। তিনি তাঁর সন্তানদের নিয়েই বেশি ব্যস্ত।”
জোলির কথিত প্রেমিক কম্বোডীয় গীতিকার এবং চলচ্চিত্রকার প্রাচ লি সম্পর্কে সূত্র জানায়, “তিনি জোলির বন্ধু।… জোলি তাঁর কাজের প্রতি শ্রদ্ধাশীল।”
গত শরতে হলিউড অভিনেত্রী এই ম্যাগাজিনকে বলেছিলেন, “আমরা সবাই কঠিন সময় কাটাচ্ছি। কিন্তু, একজন মা হিসেবে আমার প্রথম ও প্রধান দায়িত্ব হলো সন্তানদের দেখভাল করা।”
সেসময় তিনি সানডে টেলিগ্রাফ-কে বলেছিলেন, “… একা হওয়ার বিষয়টিকে আমি উপভোগ করি না। আমি এমনটি চাইও না। এর মধ্যে সুন্দর কিছু নেই। এটি আসলে কঠিন একটি বিষয়।”
Comments