‘আমি শাকিবের সংসার করতে চাই’
অভিনেত্রী অপু বিশ্বাসকে অভিনেতা শাকিব খানের পাঠানো তালাক নোটিশের প্রেক্ষিতে আজ (১৫ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পারিবারিক আদালতে সকাল ১০টায় তাঁদের দুজনকেই থাকতে বলা হয়েছিল।
ডিএনসিসি অঞ্চল-৩ মহাখালী কার্যালয়ে অপু বিশ্বাস আসলেও আসেননি শাকিব খান।
সেখানে প্রায় ৩০ মিনিট এই ঢালিউড তারকাদের বিচ্ছেদ নিয়ে শুনানি হয়। সালিশে শাকিব খান না থাকায় নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি।
অপু বিশ্বাস দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “শাকিব খানের পাঠানো তালাক নোটিশে যে স্বাক্ষর করা হয়েছে তা শাকিব খানের নয়।”
অপুর মতে, “বিভিন্ন সময় তাঁর যে স্বাক্ষর দেখেছি সেটির সঙ্গে তালাক নোটিশের স্বাক্ষরের কোনো মিল নেই।”
তিনি আরো বলেন, “এখানে শাকিব খানের পক্ষের কাউকে দেখলাম না। ভেবেছিলাম তাঁর পক্ষ থেকে কেউ না কেউ আসবেন। আমি খুবই অবাক! শাকিব যেসব তথ্য প্রমাণ দিয়েছেন সেখানেও অনেক ঘাটতি রয়েছে।”
“আমার তো একটি বাচ্চা রয়েছে এবং আমি ধর্মান্তরিত হয়েছি। সে কারণে আমি শাকিবের সংসার করতে চাই,” যোগ করেন অপু।
শাকিব খান বর্তমানে ব্যাংককে ‘আমি নেতা হব’ ছবির গানের শুটিংয়ে রয়েছেন। তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গিয়েছে।
Comments