শীর্ষ খবর

কাশ্মীর সীমান্তে ৪ পাকিস্তানি সেনা নিহত

বিতর্কিত কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাদের গোলায় আজ (১৫ জানুয়ারি) অন্তত চারজন পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

বিতর্কিত কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাদের গোলায় আজ (১৫ জানুয়ারি) অন্তত চারজন পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

সংঘর্ষ সম্পর্কে পাকিস্তান সেনাবাহিনী জানায়, জানড্রট অঞ্চলে পাকিস্তানি সেনারা যখন যোগাযোগ রক্ষণাবেক্ষণের কাজে ব্যস্ত ছিলো তখন ভারতীয় সেনারা ভারি মর্টারের গোলা ছোঁড়ে। এতে অন্তত চারজন নিহত হয়েছে।

পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে আরো বলা হয়, পাল্টা হামলায় ভারতের তিনজন সেনা সদস্য নিহত এবং আরো অনেকেই আহত হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী বার্তা সংস্থা রয়টার্সকে বলে যে পাকিস্তানি বাহিনী প্রথম গুলি চালায়। তবে তাদের দিকে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এছাড়াও, কাশ্মীরকে বিভক্তকারী ‘লাইন অব কন্ট্রোল’ পেরিয়ে পাকিস্তানপন্থি জঙ্গি গোষ্ঠীর পাঁচজন সদস্য ভারতে প্রবেশের চেষ্টা করলে আজ তাদেরকে হত্যা করা হয়।

ভারতীয় সেনা কর্মকর্তা মেজর জেনারেল গুলাব সিং রাওয়াত বলেন, “জঙ্গিরা ঝিলম নদী পার হচ্ছিল। আমরা তাদেরকে নদী পার হওয়ার সুযোগ দিচ্ছিলাম। পরে তাদেরকে চ্যালেঞ্জ করি। যে পাঁচজন নদী পার হয়েছিলো তাদের সবাইকে হত্যা করা হয়েছে।”

তবে, পাকিস্তান সেনা সূত্র এ রকম কোন ঘটনার কথা নাকচ করে দিয়েছে।

উল্লেখ্য, ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর প্রতিবেশী দেশ দুটি তিনবার যুদ্ধে লিপ্ত হয়েছে। এর মধ্যে, দুবার যুদ্ধ হয়েছে কাশ্মীরে তাদের আধিপত্য বিস্তার নিয়ে।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

7h ago