টিভি

আরটিভিতে আসছে ‘তখন পঁচাত্তর’

আরটিভিতে আসছে কাহিনিচিত্র ‘তখন পঁচাত্তর’। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের উপর নির্মিত এই কাহিনিচিত্রটি বিশেষ অনুষ্ঠান হিসেবে প্রচারিত হবে বিশেষ দিনে।
takhon pachattar
‘তখন পঁচাত্তর’ কাহিনিচিত্রের প্রিমিয়ার শোতে আমন্ত্রিত অতিথিরা। ছবি: সংগৃহীত

আরটিভিতে আসছে কাহিনিচিত্র ‘তখন পঁচাত্তর’। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের উপর নির্মিত এই কাহিনিচিত্রটি বিশেষ অনুষ্ঠান হিসেবে প্রচারিত হবে বিশেষ দিনে।

‘তখন পঁচাত্তর’-এর সঙ্গে সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছে।

সহিদ রহমানের গল্প অবলম্বনে নির্মিত কাহিনিচিত্রটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, এস এম মহসীন, রুনা খান, ঊর্মিলা শ্রাবন্তী কর, শ্যামল মাওলা প্রমুখ।

‘তখন পঁচাত্তর’ প্রযোজনা করেছেন মোহাম্মদ মোর্শেদ আলম। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন শামীম চৌধুরী এবং আবু সুফিয়ান রতন।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় কাহিনিচিত্রটির প্রিমিয়ার শো-র আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এতে উপস্থিত ছিলেন স্বনামধন্য মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল।

এছাড়াও, উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার, শব্দসৈনিক কামাল লোহানী, গণমাধ্যম ব্যক্তিত্ব আবেদ খানসহ বিভিন্ন মাধ্যমের বিশিষ্টজনেরা।

Comments

The Daily Star  | English

Onions sting

Prices of onion increased by Tk 100 or more per kg overnight as traders began stockpiling following the news that India had extended a virtual restriction on its export.

7h ago