ডিএনসিসি মেয়র নির্বাচন: তাবিথকে বেছে নিলো বিএনপি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকেই বেছে নিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক বৈঠকের পর তাবিথকে প্রার্থী করার কথা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যদিকে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক করে আজ নিজেদের প্রার্থী ঘোষণা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আওয়ামী লীগের মেয়র পদের জন্য ১৬ জন ও একই পদে বিএনপির পাঁচ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের দলীয় সূত্রগুলো বলছে, বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলামকে বেছে নিতে পারে দলটি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৬ তারিখ সেখানে মেয়র নির্বাচন হবে।
গত রাতে তাবিথ দ্য ডেইলি স্টারকে মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় বলেন, “প্রাথমিকভাবে তারুণ্যের জয় হয়েছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।” তার ওপর আস্থা রাখায় ২০ দলীয় জোটের শরিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিগগিরই তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনের ইশতেহার তৈরির কাজ শেষ করবেন।
Comments