আশ্বাসে অনশন ভাঙলেন মাদরাসা শিক্ষকরা

​জাতীয়করণের দাবিতে আন্দোলনে থাকা মাদরাসা শিক্ষকরা অনশন ভেঙেছেন। প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবি পেশ করা হবে এমন আশ্বাস পেয়ে আজ তারা অনশন শেষ করেন। গত আট দিন থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনে ছিলেন তারা।
hunger-strike
জাতীয়করণের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষদের অনশন। ছবি: প্রবীর দাশ

জাতীয়করণের দাবিতে আন্দোলনে থাকা মাদরাসা শিক্ষকরা অনশন ভেঙেছেন। প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবি পেশ করা হবে এমন আশ্বাস পেয়ে আজ তারা অনশন শেষ করেন। গত আট দিন থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনে ছিলেন তারা।

কারিগরি ও মাদরাসা বোর্ডের সচিব মো. আলমগীর আন্দোলনরত শিক্ষকদের আজ বলেন, শিক্ষকদের দাবি তিনি আগামী তিন দিনের মধ্যে প্রধানমন্ত্রীকে জানাবেন। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর নির্দেশনা অনুসারে শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে ব্যবস্থা নেবে বলে তিনি শিক্ষকদের জানান।

এর পর তিনি ফলের রস দিয়ে অনশন ভাঙান।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, আগামী বাজেটের আগেই তারা জাতীয়করণের ঘোষণা চান।

এর আগে আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে দেখা করেন। শিক্ষামন্ত্রী তাদের দাবি নিয়ে সহমর্মিতা দেখিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।

জাতীয়করণের দাবিতে গত ১ জানুয়ারি থেকে তারা আন্দোলন করছেন।

Comments

The Daily Star  | English

‘Humanity must prevail’

Says UN as Israeli offensive in Gaza enters 12th month; Israeli attacks kill 61 in Gaza in 48 hours

39m ago