ওয়ানডের পরিসংখ্যানে মিরপুরের খুঁটিনাটি
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ দলের ঘরবাড়ি। স্বাভাবিক কারণে এখানে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে টাইগাররাই। রেকর্ডের তালিকাতে সাকিব-তামিমদেরই প্রাধান্য থাকাটাও অনুমিত। শততম ম্যাচের আগে মিরপুরে ৯৮টি ম্যাচই ফল দেখেছে, একটাই মাত্র ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
এখানে ৯৯ ম্যাচে মোট হয়েছে ৩৯৭৯৫ রান। বোলিং হয়েছে ১৫৩৯৩.২ ওভার। এসেছে ৪৬ সেঞ্চুরির সঙ্গে ২১০ হাফ-সেঞ্চুরি।
মিরপুরের আরও পরিসংখ্যান: (সকল তথ্য ১০০তম ম্যাচের আগের, ১৭-০১-২০১৮ তারিখের সর্বশেষ আপডেট অনুযায়ী)
সবচেয়ে বেশি ম্যাচ: মুশফিকুর রহিম (৭৯)
সবচেয়ে বেশি ইনিংস: মুশফিকুর রহিম (৭৪)
সবচেয়ে বেশি রান: তামিম ইকবাল (২৩৮৯)
সবচেয়ে বেশি উইকেট: সাকিব আল হাসান (১০৬)
দলীয় সর্বোচ্চ রান: ভারত (৩৭০/৪)
সর্বোচ্চ রানের ইনিংস: শেন ওয়াটসন (১৮৫*)
সর্বোচ্চ রানের ইনিংস: (বাংলাদেশ) - তামিম ইকবাল (১৩২)
সেরা বোলিং রেকর্ড: স্টুয়ার্ট বিনি (৬/৪)
সর্বোচ্চ গড়: বিরাট কোহলি (৭৮.৬০)
সর্বোচ্চ গড়: (বাংলাদেশ) - সৌম্য সরকার (৪৫.৮০)
সর্বোচ্চ বল মোকাবিলা: তামিম ইকবাল (৩০১৮)
সর্বোচ্চ স্ট্রাইক রেট: বীরেন্দ্র শেবাগ(১২৯.৫৩)
সর্বোচ্চ স্ট্রাইক রেট: (বাংলাদেশ) - সৌম্য সরকার (১০২.৪৬)
সবচেয়ে বেশি সেঞ্চুরি: তামিম ইকবাল (৫)
সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরি: সাকিব আল হাসান (১৮)
সবচেয়ে বেশি শূন্য: তামিম ইকবাল (৮)
সবচেয়ে বেশি চার: তামিম ইকবাল (২৮০)
সবচেয়ে বেশি ছক্কা: মুশফিকুর রহিম (৩১)
সবচেয়ে বেশিবার অপরাজিত: মাহমুদুল্লাহ রিয়াদ (১৬)
Comments