এবার দীপনের ‘ডু অর ডাই’
দর্শক-নন্দিত ‘ঢাকা অ্যাটাক’ ছবির পরিচালক দীপংকর দীপন ঘোষণা দিলেন তাঁর নতুন চলচ্চিত্রের। বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হবে এয়ারক্রাফট অপারেশন নিয়ে বিশেষ এই চলচ্চিত্র ‘ডু অর ডাই’।
মহান মুক্তিযুদ্ধ চলাকালে দুর্ধর্ষ বিমান হামলা ‘অপারেশন কিলো ফ্লাইট’ নিয়েই ছবিটির গল্প।
আজ (১৭ জানুয়ারি) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে ছবিটির ঘোষণা দেন পরিচালক দীপন। অনুষ্ঠানে চলচ্চিত্রটির কনসেপ্ট পোস্টার উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
দীপংকর দীপন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমদের মুক্তিযুদ্ধের অবিশ্বাস্য ও দুঃসাহসিক ‘অপারেশন কিলো ফ্লাইট’-এর বীর নায়কদের অন্যতম কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলমের (বীর উত্তম) এক অসম্ভব সাহসী ও অবিশ্বাস্য গল্প নিয়ে নির্মিত হবে চলচ্চিত্রটি।”
থ্রি হুইলার্স লিমিটেড ও মেইন স্কয়ার কর্পোরেশন প্রযোজিত ‘ডু অর ডাই’ ২০১৯ সালে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।
Comments