বাংলাদেশের পেসাররাই এগিয়ে: রুবেল
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বোলিং আক্রমণ গড়পড়তা। লাসিথ মালিঙ্গা না থাকলেও নিজেদের সেরা পেসারদের নিয়েই এসেছে শ্রীলঙ্কা। তবে তিন দলের মধ্যে বাংলাদেশের পেস আক্রমণকেই সবচেয়ে এগিয়ে রাখছেন রুবেল হোসেন।
প্রথম ম্যাচে স্পিনে দুর্বল জিম্বাবুয়েকে গুড়িয়ে দিতে শুরুটা করেছিলেন সাকিব আল হাসান। তবে মন্থর উইকেটে মোস্তাফিজুর রহমান, মাশরাফি মর্তুজা আর রুবেল হোসেনের পেস ত্রয়ী পেয়েছে ৫ উইকেট। নজর কাড়া বল করেছেন রুবেল নিজেও। লঙ্কানদের বিপক্ষে স্পোর্টিং উইকেটে খেলা হলে দায়িত্ব বেশিই থাকবে পেসারদের। শক্তির বিচারে নিজেদেরই রাখলেন এগিয়ে, ‘মাশরাফি ভাই খুব টাচে আছে। সে সবসময় ভালো বল করে। মুস্তাফিজও ভালো জায়গায় আসতেছে। এটা খুব ভালো অপশন। আমাদের দলেই ভালো পেস বোলার আছে।আমার কাছে মনে হয় আমারাই সেরা। বাংলাদেশকেই এগিয়ে রাখব।’
শুক্রবার টুর্নামেন্টে প্রথমবার মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
Comments