এনগিদির তোপে উড়ে গেল ভারত
প্রথম ইনিংসে বিরাট কোহলির সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার দারুণ জবাব দিয়েছিল ভারত। রান তাড়ায় ব্যর্থ হলেন কোহলি, হুড়মুড় করে ধসে পড়ল ভারতও। ৩৯ রানে ৬ উইকেট নিয়ে ভারতের মূল হন্তারক লুঙ্গি এনগিদি। সেঞ্চুরিয়ন টেস্টে স্বাগতিকরা জিতল ১৩৫ রানের বিশাল ব্যবধানে।
ডেল স্টেইন না থাকায় এই টেস্টেই অভিষেক হয়েছিল এনগিদির। দারুণ বল করে অভিষেকটা রাঙিয়েছেন ২২ বছরের তরুণ। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতেই জিতে সিরিজ জয় নিশ্চিত করেছেন ফাফ ডু প্লেসির দল।
২৮৭ রানের লক্ষ্যে নেমে আগের দিনই ৩৫ রানে কোহলিসহ টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়েছিল ভারত। শেষ দিনে নেমে আরও ভয়ংকর রূপ ধারণ করেন এনগিদি। সঙ্গে পেয়েছিলেন কাগিসো রাবাদাকে। দুজনে মিলে ১০০ রানের ভেতরেই তুলে নেন ভারতের ৭ উইকেট। অষ্ঠম উইকেটে মোহাম্মদ শামিকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেছিলেন রোহিত শর্মা। তাতে কেবল পরাজয়ের ব্যবধানই কমেছে। ভারত গুটিয়ে গেছে ১৫১ রানে। ইনিংস সর্বোচ্চ ৪৭ রান এসেছে রোহিতের ব্যাট থেকে। শামি করেছেন ২৮।
৪৭ রানে ৩ উইকেট নেন রাবাদা।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৩৩৫ (আমলা ৮২ ; অশ্বিন ৪/১১৩)
ভারত প্রথম ইনিংস: ৩০৭ (কোহলি ১৫৩; মরকেল ৪/৬০)
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ২৫৮ (ভিলিয়ার্স ৮০ ; শামি ৪/৪৯)
ভারত দ্বিতীয় ইনিংস: ১৫১ ( রোহিত ৪৭; এনগিদি ৬/৩৯)
ফল: দক্ষিণ আফ্রিকা ১৩৫ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০ তে এগিয়ে।
Comments