জিম্বাবুয়ের অমন জয়ের পেছনে কারণ জানালেন সিকান্দার

Sikandar Raza
সিকান্দার রাজা। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

দুদিন আগেই বাংলাদেশের বিপক্ষে যে দল রীতিমতো উড়ে গিয়েছিল তারাই ঘুরে দাঁড়িয়ে ভড়কে দিল শ্রীলঙ্কাকে। কিছুটা জৌলুসহীন ত্রিদেশীয় টুর্নামেন্টে ফেরাল উত্তেজনা। ব্যাটে-বলে মুন্সিয়ানা জিম্বাবুয়েকে জিতিয়েছেন সিকান্দার রাজা। ম্যাচ শেষে জানিয়েছেন তেতে উঠার আসল কারণ।

প্রথম ম্যাচের মতো এদিনও টস হেরে আগে ব্যাটিং পেয়েছিল জিম্বাবুয়ে। তবে এবার দেখিয়েছে নিজেদের সামর্থ্য। হ্যামিল্টন মাসাকাদজা আর সিকান্দার রাজার দুই বড় ফিফটিতে করে ২৯০ রান। সেই রান টপকাতে গিয়ে ২৭৮ রানে থামতে হয় অ্যাঞ্জেলো ম্যাথুসদের। কি এমন টোটকায় অমন চাঙা হলো জিম্বাবুয়ে? রাজার মতে নিজেদের উপর বিশ্বাস ছিল তাদের,

‘রহস্যটা হলো বিশ্বাস, নিজেদের উপর একে অন্যের আস্থা। বিশ্বকাপ বাছাইয়ে যাওয়ার আগে আমরা সবাইকে বার্তা দিতে চেয়েছি। আমার মনে হয় গত দেড় বছর আমাদের দারুণ কেটেছে। কেবল দক্ষিণ আফ্রিকায় আরও ভালো করা উচিত ছিল। আমরা ভিন্ন কিছু করতে চেয়েছি। আমরা ইতিবাচক ছিলাম।’

বাংলাদেশের বিপক্ষে নাজেহাল হওয়া আর শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়ার পার্থক্য হিসেবে দেখেন মাশরাফি আর মোস্তাফিজকে, ‘ আগের দিন উইকেট অন্যরকম ছিল। স্পিনারদের বল গ্রিপ করছি। আর আমার মনে হয় মাশরাফি আর মোস্তাফিজ বিশ্বমানের। তাদের বিপক্ষে ব্যাট করা কঠিন।’

মাত্র কদিন আগেই চিটাগাং ভাইকিংসের হয়ে বিপিএলে খেলে গেছেন সিকান্দার রাজা। সেই অভিজ্ঞতাই এবার পুরো কাজে লাগায় ধন্যবাদ দিলেন নিজের ফ্রেঞ্চাইজি দলকে, ‘খুব দ্রুত এটা আমার দ্বিতীয় বাড়ি হয়ে যাচ্ছে। বিপিএলের অভিজ্ঞতা আমার কাজে লেগেছে। চট্টগ্রাম ভাইকিংসকে ধন্যবাদ আমাকে খেলার সুযোগ করে দেওয়া জন্য।’

 

Comments

The Daily Star  | English
NID cards of Sheikh Hasina and family locked

NIDs of Hasina, 9 family members 'locked'

The NIDs of the 10 listed individuals were locked through an official letter on April 16

25m ago