ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেতে অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা তাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশের দাবিতে রাজধানীর নীলক্ষেতে সড়ক অবরোধ করেছেন। অবরোধের কারণে নীলক্ষেত মোড় দিয়ে যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে।
পরীক্ষার ফল প্রকাশের দাবিতে নীলক্ষেতে সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। ছবি: স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা তাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশের দাবিতে রাজধানীর নীলক্ষেতে সড়ক অবরোধ করেছেন। অবরোধের কারণে নীলক্ষেত মোড় দিয়ে যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সকাল সাড়ে ১১টার দিকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রায় তিনশ শিক্ষার্থী নীলক্ষেত মোড়ের ওপর অবস্থান নেন। এর ফলে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

গত বছর জানুয়ারি মাসে তাদের পরীক্ষা হয়েছিল। এক বছর পেরিয়ে গেলেও তাদের ফল প্রকাশিত হয়নি। শিক্ষার্থীদের দাবি জানুয়ারি মাসের মধ্যেই ফল প্রকাশ করতে হবে। 

তাদের আন্দোলনের কারণে নীলক্ষেত মোড়ের সাথে যুক্ত রাস্তাগুলোতে তীব্র যানজট তৈরি হয়েছে।

Comments