যশোর-বেনাপোল সড়কের গাছ কাটায় স্থিতাবস্থা

যশোর-বেনাপোল সড়কের গাছ
যশোর-বেনাপোল সড়ক প্রশস্ত করতে শতবর্ষী এই গাছগুলো কেটে ফেলার পক্ষে সরকারিভাবে মত দেওয়া হয়েছিল। স্টার ফাইল ছবি

যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী গাছগুলো কাটার ওপর ছয় মাসের স্থিতাবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সড়কটি দুই লেন থেকে চার লেনে উন্নীত করার জন্য গাছগুলো কাটা প্রয়োজন বলে সরকারি ভাবে মত দেওয়া হয়েছে। তবে ঐতিহ্য ও পরিবেশের কথা বিবেচনা করে গাছ কাটা থেকে বিরত থাকার দাবি উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিভিন্ন পরিবেশবাদী সংগঠনও গাছ কাটার সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানাচ্ছে।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠনের রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। স্থিতাবস্থার পাশাপাশি গাছ কাটার সিদ্ধান্তকে কেন বেআইনি ঘোষণা করা হবে না রুল জারি করে সরকারের কাছে তারও ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট।

যশোর থেকে বেনাপোল স্থলবন্দর পর্যন্ত ৩০ কিলোমিটার সড়ক সম্প্রসারণের জন্য গত বছর জুলাই মাসে ২ হাজার ৭০০ গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

Comments

The Daily Star  | English
earthquake in Bangladesh

Hundreds feared dead after 6.0 magnitude earthquake strikes Afghanistan

The quake was at a depth of 10 km (6.21 miles), GFZ said.

2h ago