টিকেটে বাংলাদেশ বানান ভুল: বিসিবির দুঃখ প্রকাশ
ত্রিদেশীয় সিরিজের টিকেটে বাংলাদেশে ইংরেজি বানান ভুল ছাপা হওয়ায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিসিবি। সেই সঙ্গে দায়ীয়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন বোর্ড।
১৯ তারিখের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকেটের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যেখানে ইংরেজিতে ‘BANGLADESH’ বাননটি ভুলক্রমে লেখা হয় ‘BANANGLADESH’। দেশের নাম ভুল করায় অনেকে সমালোচনা করেন বিসিবির।
বিষয়টে নজরে আসায় বিসিবি জানায়, ‘শুক্রবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকেটের বানান ভুল বিসিবির নজরে এসেছে। এই ভুলের জন্য বিসিবি দুঃখপ্রকাশ করছে। এখনো বিলি না হওয়া টিকেট ফের বানান ঠিক করে ছাপানো হবে।’
বিসিবি আরও জানায়, ‘এই বানান ভুলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও প্রক্রিয়া শুরু করেছে বোর্ড।’
Comments