এক হাজার রানের ঘরে এনামুল
তার আগে বাংলাদেশের আরও ১৯ জনের নাম আছে এই তালিকায়। খুব বড় অর্জন নয়। তবে এনামুল হক বিজয় পৌঁছালেন নিজের ব্যক্তিগত একটি ল্যান্ডমার্কে। একদিনের ক্রিকেটে ১ হাজার রান স্পর্শ করেছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে তার রান ছিল ৩১ ম্যাচে ৯৬৯ রান। দরকার ছিল ৩১ রান। প্রথম ওভারেই অবশ্য মাত্র ২ রানে ফিরতে হত তাকে। সুরাঙ্গা লাকমালের বলে স্লিপে তার ক্যাচ ফেলে দেন কুশল মেন্ডিস।
জীবন পেয়ে নিজেকে সামলে খেলতে থাকেন এনামুল। এক, দুই রান নেওয়ার সঙ্গে মেরেছেন চার -ছক্কাও। আকিলা ধনঞ্জয়ার বলে চার মেরে ২৯ থেকে পৌঁছে যান ৩৩ রানে। তাতে পুরো হয়ে যায় তার এক হাজার রান।
এই ম্যাচের আগ পর্যন্ত ক্যারিয়ারে তিন ফিফটির সঙ্গে এনামুলের আছে তিন সেঞ্চুরি।
Comments