‘ক্রিকেটে অমন হতেই পারে’
শ্রীলঙ্কান বোলারদের বাংলাদেশ করল ৩২০ রান। আবার ব্যাটসম্যানরা খাবি খেলেন মাশরাফি, সাকিবদের সামনে। বাংলাদেশের ফিল্ডিংও হলো ক্ষিপ্র। কোন দিক থেকে বাংলাদেশের সঙ্গে লড়াই করতে না পারা লঙ্কানরা মনে করছে ক্রিকেটে এমন দিন আসতেই পারে।
সংবাদ সম্মেলনে থিসিরা পেরেরাকে প্রশ্ন হলো, ‘বাংলাদেশ কি আজ সব দিক থেকেই শ্রীলঙ্কাকে ধসিয়ে দিল না?’ লঙ্কান অলরাউন্ডার তা স্বীকার করে বললেন, ‘হ্যাঁ। তবে ক্রিকেটে অমন হতেই পারে।’
আগের ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়ার পর ইতিবাচক অনেক কিছুই পেয়েছিল শ্রীলঙ্কা। পেরেরা মনে করছেন বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে তারা খুঁজে পাচ্ছে ব্যর্থতার বোঝা, ‘জিম্বাবুয়ে ম্যাচ থেকে ইতিবাচক কিছু পেয়েছিলাম, কিন্তু এই ম্যাচে…আসলে আমরা ব্যাটিংটা ঠিকমতো করতে পারিনি। এটা নিখাদ ব্যাটিং উইকেট ছিল। আমরা ব্যাট হাতে জ্বলে উঠতে পারিনি।’
গেল ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারার সঙ্গে শ্রীলঙ্কা দুই ম্যাচের জন্য হারিয়েছে তাদের অধিনায়ককে। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে অ্যাঞ্জেলো ম্যাথুস দর্শক ছিলেন এই ম্যাচে। তার অভাব গুরুত্বপূর্ণ ম্যাচে টের পাওয়ার কথা জানালেন পেরেরা, ‘সে আমাদের ব্যাটিংয়ের মূল খেলোয়াড়। জানি না পরের ম্যাচগুলোতে কি হবে। এটা দারুণ ক্ষতি।’
ব্যাটিং-বোলিংয়ের মতো লঙ্কানদের ফিল্ডারদের দিনও আজ ছিল বাজে দিন। কেবল এনামুল হক বিজয়েরই দুই ক্যাচ ছেড়েছেন তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লঙ্কানদের ভুরিভুরি ক্যাচ মিসের পর উঠেছিল ফিটনেস সমস্যা। তবে ক্যাচ মিসের জন্য ফিটনেসকে দায়ী করতে রাজি নন পেরেরা, ‘ না এটা ফিটনেস ইস্যু না। যে কারো সঙ্গে এটা হতে পারে।'অমন হারের দিনে দলের হয়ে ব্যাটে-বলে সেরা ছিলেন পেরেরা। ৬০ রানে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেছেন ১৪ বলে ২৯। মূল দায় দিচ্ছেন ব্যাটসম্যানদের, 'দেখে মনে হয়েছে এটা ৩৫০ রানের উইকেট। প্রথম ১০ ওভার আমরা ভাল বল করেছিলাম। কিন্তু ব্যাট হাতে একেবারেই পারিনি।'
Comments