‘হাথুরুসিংহে তো আর মিরাকল করতে পারবে না’
শ্রীলঙ্কার প্রধান কোচ হিসেবে চণ্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার পর টানা দুই ম্যাচই হারল তাদের দল। জিম্বাবুয়ের কাছে লড়াই করে হারলেও স্রেফ উড়ে গেছে বাংলাদেশের কাছে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যাওয়া নিয়ে তাই শঙ্কা আছে দলটির। তবে এমন হারে নতুন কোচের দায় দেখছেন না থিসিরা পেরেরা।
বেশ অনেকদিন থেকেই খারাপ সময় যাচ্ছে শ্রীলঙ্কার। বিশেষ করে ওয়ানডেতে একদম পেরে উঠছে না তারা। ভারতে গিয়ে স্বাগতিকদের কাছে বিধ্বস্ত হওয়ার পর ত্রিদেশীয় সিরিজেও এখন পর্যন্ত পালটায়নি ফল। হাথুরু আসার পর এই পরিস্থিতি ইতিবাচক দেখেন পেরেরা।
‘আমার মনে হয় এটা আমাদের জন্য ইতিবাচক। চণ্ডিকা হাথুরুসিংহে বিশ্বের সেরা কোচদের একজন। তার সঙ্গে আমি এ দলে কাজ করেছে ২০১১-১২ সালে। তার সময় দরকার। কেউই মিরাকল করতে পারবে না।’
টানা দুই ম্যাচ হেরে যাওয়ায় লঙ্কানদের এখন ফাইনালে যাওয়াই কঠিন। তবু মাথা নোয়াতে চায় না তারা, ‘পরের দুই ম্যাচ মারের মরা-জেতার লড়াই। দলের সবাই মনে করে আমাদের মাথা নোয়ানো উচিত না। ক্রিকেটে এমন হতেই পারে। আমরা আশা করি পরের দুই ম্যাচে শক্তভাবে ফিরে আসব।’
Comments