‘আমরা মাথায় নেই না, আপনারও যেন মাথায় না নেন’
বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়া কোচ চণ্ডিকা হাথুরুসিংহকে এই প্রথম প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল টাইগাররা। গুঞ্জন আছে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে হাথুরুর সম্পর্ক ছিল তেতো। তাই হাথুরুর দলের বিপক্ষে দেখিয়ে দেওয়ার জেদ ছিল ক্রিকেটারদের মনে। তবে সাকিব আল হাসান মনে করেন এসব কিছুই নয়। এটা কেবল আরেকটি জয় মাত্র।
আজ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের সেরা পারফর্মার ছিলেন সিনিয়র ক্রিকেটাররাই। ফিফটি করেছেন তামিম, সাকিব আর মুশফিক। বোলিংয়ে অধিনায়ক মাশরাফি আর সাকিব ছিলেন তেতে। অমন জ্বলে উঠা কি সাবেক কোচকে দেখিয়ে দেওয়ার জন্য?
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে হাথুরুসিংহে বিতর্কে সমর্থকদের মনে উত্তাপ ছিল অনেকখানি। মাঠে শরীরী ভাষায় আগ্রাসী বাংলাদেশকেও দেখা গেছে। তবে মাঠে যতটা আগ্রাসী ততটাই নির্মোহ ভঙ্গিতে এই জয়কেও আট-দশটা জয়ের সঙ্গে মেলালেন সাকিব, ‘না। একটা জয় আমাদের কাছে কেবল জয়ই। শ্রীলঙ্কার সঙ্গে জেতটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। এই টুর্নামেন্টের প্রতিযোগিতা হিসেবেও যদি দেখি এই ম্যাচটা জেতা গুরুত্বপূর্ণ ছিল ফাইনালে যাওয়ার জন্য। ’
Comments