এটি সেরা জয়গুলোর একটি: মাশরাফি

Mashrafee Mortaza
উইকেট নেওয়ার পর মাশরাফির উল্লাস। ছবি: ফিরোজ আহমেদ

ব্যাট হাতে অসাধারণ দাপট। বোলিংয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার প্রতাপ। ফিল্ডিংয়ে ক্ষিপ্র আর শরীরী ভাষায় ঝাঁজ। সব মিলিয়ে শ্রীলঙ্কাকে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে উড়িয়ে দেওয়া। অধিনায়ক মাশরাফি মর্তুজা মনে করছেন এই জয় অবশ্যই সেরা জয়গুলোর একটি।

আগে ব্যাট করে বাংলাদেশের ৩২০ রানের জবাবে মাত্র ১৫৭ রানে গুড়িয়ে যায় শ্রীলঙ্কা। সাবেক কোচ চণ্ডিকা হাথুরুসিংহের দলের বিপক্ষে হওয়ায় সমর্থকদের মনে ছিল বাড়তি উত্তাপ। সব কিছু আঁচ করেই মাশরাফি বললেন, ‘নিকট অতীতের দিকে তাকালে দেখব, এটি আমাদের সেরা জয়গুলোর একটি। সবাই যেভাবে খেলেছে তা ছিল দুর্দান্ত। এই ধারা ধরে রাখতে হবে।’

শ্রীলঙ্কাকে সব দিক থেকে পরাভূত করার দিনে ম্যাচ সেরা সাকিব আল হাসান। তবে অবদান আছে আরও অনেকের। সেঞ্চুরির কাছাকাছি গিয়েছেন তামিম ইকবাল। ফিফটি করেছেন মুশফিকুর রহিম। বোলিংয়ে অধিনায়ক মাশরাফি নিজে ছিলেন দারুণ।

‘সবাই ভাল করেছে। তামিম সেঞ্চুরি করতে পারত। ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকায় আমরা ধুঁকেছি। দেশে ভাল করলাম। আরও ভাল করার সুযোগ আছে।’

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

10h ago