ত্রিদেশীয় সিরিজের বাকি অংশের দলে নেই ইমরুল
ত্রিদেশীয় সিরিজের জন্য শুরুতে প্রথম দুই ম্যাচের জন্য ১৬ জনের দল দেওয়া হয়েছিল। দুই ম্যাচ পর নতুন দেওয়া দলে নেই কেবল ইমরুল কায়েসের নাম। আঙুলের চোট থেকে সেরে উঠা ইমরুলকে বিসিএলের পরের রাউন্ডে খেলতে বলা হয়েছে।
চোট সমস্যা না থাকলে বাংলাদেশের টেস্ট দলে ইমরুলের খেলার সম্ভবনা প্রবল। ওয়ানডে সিরিজে আর তাকে না খেলিয়ে তাই দীর্ঘ পরিসরের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
তিন বছর পর দলে ফিরে দুই ম্যাচে বড় রান না করলেও দলে থাকছেন এনামুল হক বিজয়। এই সিরিজে এখনো মাঠে না নামা আবুল হাসান রাজু, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজদের রাখা হয়েছে বাকি ম্যাচগুলোতেও।
ত্রিদেশীয় সিরিজের বাকি অংশের বাংলাদেশ দল: মাশরাফি মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান রাজু, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম।
Comments