হাথুরু না থাকায় যে ইতিবাচক বদলের কথা বললেন সাকিব
নতুন বছরের প্রথম দুই ম্যাচেই বিশাল দুই জয়। দুই ম্যাচেই ম্যাচ সেরা সাকিব আল হাসান। এমন জ্বলে উঠার পেছনে চিন্তা ভাবনায় পরিবর্তনের কথা বললেন তিনি।
প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে এখন শ্রীলঙ্কার ডেরায়। বাংলাদেশ দলের দায়িত্বে আছেন টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। লঙ্কানদের বিপক্ষেইবিশাল জয়ের পর সাকিব ব্যাখ্যা করলেন পরিবর্তনটা, ‘একটুতো ভিন্ন হবেই সবকিছু। আমাদের পরিকল্পনা যারা করেন তাদের চিন্তা ভাবনায় পরিবর্তন এসেছে। যেহেতু আমাদের কোচের পরিবর্তন এসেছে। তার নতুন কিছু চিন্তা ভাবনা থাকবে।’
দলের সিনিয়র ক্রিকেটারদের ডেকে দলের সিদ্ধান্ত নেওয়ার ভার দিয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এটাকেও নতুন হিসেবে দেখছেন সাকিব, ‘আমি বলবো না আগে আমরা স্বাধীন ভাবে খেলতে পারতাম না। এখন আমরা স্বাধীন ভাবে খেলার পাশাপাশি সিদ্ধান্তও নিতে পারি। আমাদের কাছে এটা একটা অ্যাডভানটেজ। ’
সহকারি কোচ রিচার্ড হ্যালসল আর টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ নাকি পড়তে পারছেন ক্রিকেটারদের মন। তাতে মাঠেও আসছে ফল, ‘সুজন ভাই আছে, রিচার্ড আছে দুইজনই জানে আমাদের কি দরকার। দুইজনই এগুলো সরবরাহ করতে পারছে, আমরা মাঠে পারফরম্যান্স করছি।’
দলের ভালোর সঙ্গে ব্যক্তি সাকিবও আছেন তুঙ্গে। ব্যাটে-বলে দেখাচ্ছেন চেনা ছন্দ। এমন মুন্সিয়ানা দেখাতে চান বাকি ম্যাচগুলোতেও, ‘দলের জন্য কন্টিবিউট করাতো সব সময় ভালো একটা ফিলিং। শেষ দুইদিন ধরে ভালো পারফরম্যান্স হচ্ছে ব্যাটিং-বোলিং সব বিভাগেই। আলহামদুল্লিাহ চেষ্টা থাকবে এটা যেন ধারাবাহিক ভাবে করতে পারি।’
Comments