যশোরে প্রতিপক্ষের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ৪ ‘সন্ত্রাসী’ নিহত
যশোরের সদর ও ঝিকরগাছা উপজেলায় প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী বাহিনীর মধ্যে পৃথক বন্দুকযুদ্ধে চার জন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছেন।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান দ্য ডেইলি স্টারের বেনাপোল প্রতিনিধিকে জানান, দুই দল সন্ত্রাসীর মধ্যে প্রথম বন্দুকযুদ্ধটি হয় সদর উপজেলার নঙ্গরপুর গ্রামে। ভোর ৪টার দিকে হওয়া এই গুলির লড়াইয়ের আধা ঘণ্টা পরই ঝিকরগাছা উপজেলার চাপাতলা গ্রামে দ্বিতীয় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
তবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি এসপি। তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারটি লাশ উদ্ধার করেছে পুলিশ। ‘সন্ত্রাসী বাহিনীগুলোকে’ চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে বলেও যোগ করেন তিনি।
Comments