রাজধানীতে সবজি মেলা [ভিডিও]
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে আয়োজন করা হয়েছিল সবজি মেলা। দেশ-বিদেশের নানা জাত থেকে শুরু করে বাঙালির রসুই ঘরের নিত্যদিনের অনুষঙ্গ—সব সবজি নিয়েই সাজানো হয়েছিল এবারের মেলার স্টলগুলো। টাটকা সবজি দিয়ে রসনা তৃপ্তির সুযোগ না মিললেও বাহারি সবজি দর্শকদের চোখ জুড়িয়েছে।
‘সারা বছর সবজি চাষে, পুষ্টি-স্বাস্থ্য অর্থ আসে’ প্রতিপাদ্যে কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিন দিনের এই মেলা নিয়ে দেখুন দ্য ডেইলি স্টারের ভিডিও প্রতিবেদন।
Comments