দিল্লিতে কারখানায় আগুন, নিহত ১৭
ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি কারখানায় আগুন লেগে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন নারী ও দুই শিশু রয়েছে। গতরাতে উত্তর দিল্লির এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
ফায়ার সার্ভিসকে উদ্ধৃত করে দ্য ডেইলি স্টারের নয়াদিল্লি প্রতিনিধি জানান, বাওয়ানা শিল্প এলাকার কারখানাটি থেকে ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে আরও মানুষ আটকা পড়েছেন বলে ধারণা ফায়ার সার্ভিসের।
নিহতদের বেশিরভাগই কারখানার শ্রমিক বলে জানা গেছে।
দ্বিতল যে ভবনটিতে আগুন লাগে তার দ্বিতীয় তলায় একটি রাবার কারখানা ছিল। আর নিচতলায় ছিল আতশবাজি কারখানা।
অনুনোমোদিত আতশবাজি কারখানাটি থেকে আগুনের সূত্রপাত হয়। তখন সেখানে ৩০ জন কাজ করছিলেন। ফায়ার সার্ভিসের ধারণা, আতশবাজিতে ব্যবহৃত ফসফরাস থেকে আগুন লেগে থাকতে পারে।
বেআইনি আতশবাজি কারখানাটির মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
Comments