অস্কার মনোনয়ন ঘোষণা করবেন প্রিয়াংকা চোপড়া?

আগামী ২৩ জানুয়ারি ঘোষণা দেওয়া হবে এ বছরের অস্কার মনোনীতদের নামের তালিকা। সেই ঘোষকদের দলে থাকতে পারেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। সেই দলে আরো দেখা গেছে অভিনেত্রী রোজারিও ডাওসন, মিশেল রডরিগুয়েজ এবং রেবেল উইলসনের নাম।

priyanka chopra

গতকাল (২০ জানুয়ারি) অস্কারের আয়োজক দ্য অ্যাকাডেমির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা চারটি পৃথক ছবিতে এই চার অভিনেত্রীকে দেখা যায় ভিন্ন রূপে। একটি ছবিতে সিলভার রঙের জামা ও কালো ট্রাউজার পরিহিত প্রিয়াংকাকে দেখা যায় ক্রু সদস্যদের সঙ্গে। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে: “বিহাইন্ড দ্য সিনস উইথ প্রিয়াংকা চোপড়া।…” আগামী মঙ্গলবার অস্কার মনোনয়নের ঘোষণায় চোখ রাখতেও বলা হয় ক্যাপশনটিতে।

মিশেল রডরিগুয়েজের ছবির ক্যাপশনে সরাসরি বলা হয়: “মঙ্গলবার মিশেল রডরিগুয়েজ এ বছরের অস্কার মনোনীতদের পরিচয় করিয়ে দিতে সাহায্য করবেন।” সেদিনের অনুষ্ঠানে রোজারিও এবং রেবেলকে দেখা যাবে তেমন ইঙ্গিতও দেওয়া হয়েছে তাঁদের ছবির ক্যাপশনগুলোতে।

এতোদিন অস্কারের মনোনীত ব্যক্তিদের নাম সাদামাটাভাবে ঘোষণা দেওয়া হতো সাংবাদিকদের সামনে। গত বছরে প্রথমবারের মতো মনোনয়ন ঘোষণার অনুষ্ঠানটিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়। এতোদিনকার ঐতিহ্য থেকে বের হয়ে নামি তারকাদের অংশগ্রহণে এ অনুষ্ঠানটিকে আরো চিত্তাকর্ষক করার প্রয়াস নেওয়া হয়েছে। এ বছরেও তেমন কিছু হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ৪ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে অস্কার আ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯০তম আসর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি দ্বিতীয়বারের মতো উপস্থাপনা করবেন বিশিষ্ট কমেডিয়ান জিমি কিমেল।

ধারণা করা হচ্ছে, এ বছর অস্কারের লড়াইয়ে তীব্র প্রতিযোগিতা হবে পরিচালক গুইলারমো ডেল তোরো’র কল্পকাহিনি ‘দ্য শেপ অব ওয়াটার’, পরিচালক লুকা গুয়াদাগনিনো’র সমকামী রোমান্স ‘কল মি বাই ইওর নেম’ এবং স্টিভেন স্পিলবার্গের রাজনৈতিক থ্রিলার ‘দ্য পোস্ট’-এর মধ্যে।

Comments

The Daily Star  | English

Sada Pathor: Sylhet’s iconic white-stone landmark stripped bare

Illegal extraction in Companiganj, Gowainghat accelerates after Aug 5, activist claims

29m ago