‘দল যেহেতু খুশি আছে তাই আমি নিজেও খুশি’
তিন বছর পর দলে ফেরা এনামুল হক বিজয়ের কাছের দলের চাহিদা ছিল ইতিবাচক খেলার। প্রথম দুই ম্যাচে বড় রান না পেলেও ব্যাটিংয়ের ধরনে বাহবা পেয়েছেন অধিনায়কের। নিজের খেলার ধরনে বদল এনে দলকে খুশি করে নিজে তৃপ্তি পাচ্ছেন তিনি।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩ বলে ১৯ করে আউট হন এনামুল। পরের ম্যাচে দুবার জীবন পেয়ে আউট হয়েছে ৩৭ বলে ৩৫ রান করে। তবে দুই ম্যাচেই শুরু থেকে আগ্রাসী ছিল তার ব্যাট। দলে ফেরার প্রথম চার বলের তিনটাকেই বাউন্ডারিতে পাঠিয়ে নিজেকে বদলানোর আভাস দেন। অধিনায়ক মাশরাফি মর্তুজা পরে বলেছেন, ইতিবাচক খেলে খারাপ করলেও সমর্থন পাবেন এনামুল। অধিনায়কের ভরসাতেই নির্ভার তিনি, ‘আসলে সব সময় চেয়েছি দল যেভাবে চায় সেভাবে নিজেকে উজাড় করে খেলতে। আমার কাছে মনে হয় টিম যেহেতু খুশি আছে তাই আমি নিজেও খুশি।’
‘দল যেভাবে চেয়েছে…সবাই খুব সাপোর্ট করছে। সিনিয়র প্লেয়াররা….তামিম ভাইয়ের থেকে শুরু করে। মুশফিক ভাই, রিয়াদ ভাই, সাকিব ভাই, মাশরাফি ভাই সবাই খুব সাপোর্ট করছে।’
ওপেন করতে নামা এনামুলের কাছে দলের চাহিদা দ্রুত শুরুর। কিন্তু উইকেট পড়লে খেলার ধরন বদলে পরিস্থিতি সামাল দিতেও প্রস্তুত তিনি। যখন যেখানে যেমন দরকার, ব্যাট চালাবেন সেভাবেই, ‘আমার খেলাটা আমি যেকোনো সময় পরিবর্তন করতে পারব। কোনো সমস্যা নেই। যদি দেখা যায় উইকেটে অনেকগুলো তাড়াতাড়ি পড়ে গেছে তখন যতুটুক পারব ক্যারি করার চেষ্টা করব। টি-টোয়েন্টিতে যখন মারতে হবে তখন চেষ্টা করব পাওয়ার প্লে-তে মারার। যদি টেস্ট ক্রিকেট হয় তাহলে চেষ্টা করব লম্বা সময় ব্যাটিং করার।’
Comments